ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান নোয়াখালীতে হামলার প্রতিবাদে বাগেরহাট পি.সি. কলেজে কোরআন বিতরণ বাগেরহাটে মাদ্রাসার গভর্নিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হুমকি-ধামকি ও মারধর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত নাটোরের সিংড়ায় ৯ বছরের শিশু ধর্ষণের শিকার: অভিযুক্ত রানা পলাতক কুমিল্লায় পিআর পদ্ধতিসহ ৫দফা দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ নোবিপ্রবিতে শীঘ্রই হচ্ছে ছাত্রদলের কমিটি, আলোচনায় জুলাই যোদ্ধা হাসিব ঐশ্বরিয়ার প্রথম পারিশ্রমিক কত ছিল?

আমি রাজনীতি বুঝি না, করতেও চাই না: অপু বিশ্বাস

অপু বিশ্বাস

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। রোববার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। এ সময় মুখে মাস্ক ও বোরকা পরে আদালতে উপস্থিত হন অপু বিশ্বাস।

আসামিপক্ষের আইনজীবী আব্দুল মান্নান খান শুনানিতে বলেন, এজাহারে অপু বিশ্বাসের বিরুদ্ধে অর্থের জোগানের কোনো তথ্য উল্লেখ নেই। তিনি নুসরাত ফারিয়ার জামিনের দৃষ্টান্ত তুলে ধরেন এবং জানান যে বাদী হলফনামা দিয়ে তার ভুলের কথা স্বীকার করেছেন। আইনজীবী জোর দেন যে, অপু বিশ্বাসের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই এবং তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী। তার জামিন চাওয়া হয়।

শুনানির একপর্যায়ে বিচারক অপু বিশ্বাসের কাছে তার বক্তব্য জানতে চাইলে তিনি দুবার মাথা নেড়ে ‘না’ উত্তর দেন। এ সময় তাকে হাসিমুখে দেখা যায়। বিচারকের জিজ্ঞাসার পর এজলাসে উপস্থিত আইনজীবীদের মধ্য থেকে কেউ কেউ মন্তব্য করেন, ‘অপু বিশ্বাস ফ্যাসিস্ট হাসিনার সহযোগী। টাকার বিনিময়ে মঞ্চে-স্টেজে নেচে-গেয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এগিয়ে দিত। সে আবার হাসে।’

এরপর অপু বিশ্বাস কিছু বলতে চাইলে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন তাকে থামিয়ে বলেন, ‘র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী শিক্ষার্থীদের ওপর হামলা করে। লাশের বন্যা বয়ে যায়। এ দেশের সাংস্কৃতিক অঙ্গনের যারা ছিল সবাই শেখ হাসিনাকে সহযোগিতা করেছে। এই অপু বিশ্বাসরা ফেরদৌসের নেতৃত্বে শেখ হাসিনাকে সহযোগিতা করে। শেখ হাসিনা আবার আসবে বলে তারা মনে করেন।’

এই মন্তব্যের পর অপু বিশ্বাস নিজ থেকে বলেন, ‘আমি একজন অভিনেত্রী। অভিনয় করার জন্য অনেক কিছু করতে হয়েছে। আমি রাজনীতি বুঝি না। রাজনীতি করিও না। করতেও চাই না।’ তার এই বক্তব্য শুনে উপস্থিত অনেক আইনজীবী ‘আহা আহা সাধু’ বলতে থাকেন।

এ সময় কিছু উত্তেজিত আইনজীবী মন্তব্য করেন যে, অপু বিশ্বাস সংসদ সদস্য হতে চেয়েছিলেন এবং তিনি শেখ হাসিনার ‘দোসর’। এর জবাবে অপু বিশ্বাস বলেন, ‘আমি অভিনেত্রী। আমাকে যে পোশাক দেওয়া হয়, সে পোশাক পরে অভিনয় করতে হয়। অভিনয় এমনই। ওই সময় আমি খারাপ অবস্থায় ছিলাম। পারিবারিক ঝামেলা চলছিল। আমার একটা বাচ্চা আছে।’ এই কথাগুলো বলার সময় অপু বিশ্বাসের চোখ ছলছল করে ওঠে।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদনের আগ পর্যন্ত অপু বিশ্বাসের জামিন মঞ্জুর করেন। এর আগে গত ২ জুন উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন পেয়েছিলেন অপু বিশ্বাস। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থানরত আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে এনামুল হকের পায়ে গুলি লাগে এবং তিনি হাসপাতালে চিকিৎসা নেন। পরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন এনামুল হক। এ মামলায় ২০৮ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে চিত্রনায়িকা অপু বিশ্বাসের নাম রয়েছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

ঢাকা আলিয়ার স্বাস্থ্যকর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিবিরের পরিচ্ছন্নতা অভিযান

আমি রাজনীতি বুঝি না, করতেও চাই না: অপু বিশ্বাস

আপডেট সময় : ০৭:৩১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। রোববার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। এ সময় মুখে মাস্ক ও বোরকা পরে আদালতে উপস্থিত হন অপু বিশ্বাস।

আসামিপক্ষের আইনজীবী আব্দুল মান্নান খান শুনানিতে বলেন, এজাহারে অপু বিশ্বাসের বিরুদ্ধে অর্থের জোগানের কোনো তথ্য উল্লেখ নেই। তিনি নুসরাত ফারিয়ার জামিনের দৃষ্টান্ত তুলে ধরেন এবং জানান যে বাদী হলফনামা দিয়ে তার ভুলের কথা স্বীকার করেছেন। আইনজীবী জোর দেন যে, অপু বিশ্বাসের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই এবং তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী। তার জামিন চাওয়া হয়।

শুনানির একপর্যায়ে বিচারক অপু বিশ্বাসের কাছে তার বক্তব্য জানতে চাইলে তিনি দুবার মাথা নেড়ে ‘না’ উত্তর দেন। এ সময় তাকে হাসিমুখে দেখা যায়। বিচারকের জিজ্ঞাসার পর এজলাসে উপস্থিত আইনজীবীদের মধ্য থেকে কেউ কেউ মন্তব্য করেন, ‘অপু বিশ্বাস ফ্যাসিস্ট হাসিনার সহযোগী। টাকার বিনিময়ে মঞ্চে-স্টেজে নেচে-গেয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এগিয়ে দিত। সে আবার হাসে।’

এরপর অপু বিশ্বাস কিছু বলতে চাইলে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন তাকে থামিয়ে বলেন, ‘র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী শিক্ষার্থীদের ওপর হামলা করে। লাশের বন্যা বয়ে যায়। এ দেশের সাংস্কৃতিক অঙ্গনের যারা ছিল সবাই শেখ হাসিনাকে সহযোগিতা করেছে। এই অপু বিশ্বাসরা ফেরদৌসের নেতৃত্বে শেখ হাসিনাকে সহযোগিতা করে। শেখ হাসিনা আবার আসবে বলে তারা মনে করেন।’

এই মন্তব্যের পর অপু বিশ্বাস নিজ থেকে বলেন, ‘আমি একজন অভিনেত্রী। অভিনয় করার জন্য অনেক কিছু করতে হয়েছে। আমি রাজনীতি বুঝি না। রাজনীতি করিও না। করতেও চাই না।’ তার এই বক্তব্য শুনে উপস্থিত অনেক আইনজীবী ‘আহা আহা সাধু’ বলতে থাকেন।

এ সময় কিছু উত্তেজিত আইনজীবী মন্তব্য করেন যে, অপু বিশ্বাস সংসদ সদস্য হতে চেয়েছিলেন এবং তিনি শেখ হাসিনার ‘দোসর’। এর জবাবে অপু বিশ্বাস বলেন, ‘আমি অভিনেত্রী। আমাকে যে পোশাক দেওয়া হয়, সে পোশাক পরে অভিনয় করতে হয়। অভিনয় এমনই। ওই সময় আমি খারাপ অবস্থায় ছিলাম। পারিবারিক ঝামেলা চলছিল। আমার একটা বাচ্চা আছে।’ এই কথাগুলো বলার সময় অপু বিশ্বাসের চোখ ছলছল করে ওঠে।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদনের আগ পর্যন্ত অপু বিশ্বাসের জামিন মঞ্জুর করেন। এর আগে গত ২ জুন উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন পেয়েছিলেন অপু বিশ্বাস। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থানরত আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে এনামুল হকের পায়ে গুলি লাগে এবং তিনি হাসপাতালে চিকিৎসা নেন। পরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন এনামুল হক। এ মামলায় ২০৮ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে চিত্রনায়িকা অপু বিশ্বাসের নাম রয়েছে।

কেকে