কড়াইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে মানবিক সংগঠন হাসি ফোঁটাও ফাউন্ডেশন। অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারানো অসহায় মানুষদের পাশে দাঁড়াতে সংগঠনটি জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করে
২ ডিসেম্বর সারাদিন সংগঠনের স্বেচ্ছাসেবীরা বিভিন্ন স্থানে অর্থ সংগ্রহ অভিযান পরিচালনা করেন। সাধারণ মানুষের সহায়তায় তহবিলে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ জমা হয়। ফাউন্ডেশনের সভাপতি আরাফাত রহমান রিয়াদ এবং অন্যান্য সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে প্রায় আটশতাধিক পরিবারের জন্য আর্থিক সহায়তার তালিকা প্রস্তুত করেন এবং কম্বল, খাবারসহ প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করেন।
ফাউন্ডেশনের সদস্যরা জানান, সংকটময় সময়ে মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য, এবং ভবিষ্যতেও তারা এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন। উল্লেখ্য, এর আগেও গুলশান সেন্ট্রাল মসজিদ সোসাইটির উদ্যোগে হাসি ফোঁটাও ফাউন্ডেশনের সেচ্চাসেবীদের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়।














