ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কেজিপ্রতি ৭০ টাকা কমেছে কাঁচামরিচের দাম

একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারী বাজারে কেজিপ্রতি ৭০ টাকা কমেছে আমদানিকৃত কাঁচামরিচের দাম।

বর্তমানে হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে ৭০ টাকা কমে ১১০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে, যা গত ২০ ও ২১ আগস্ট ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হয়। বন্দরে আমদানি বৃদ্ধির কারণে কমতে শুরু করেছে দাম বলছেন ব্যবসায়ীরা।

রোববার (২৪ আগস্ট) সকালে হিলি স্থলবন্দরের পাইকারী মোকামে খোঁজ নিয়ে এসব তথ্য পাওয়া যায়।

হিলি স্থলবন্দরের আমদানিকারকের প্রতিনিধি শাহাবুল ইসলাম বলেন, ভারতের বিভিন্ন রাজ্য থেকে কাঁচামরিচ আমদানি করা হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে গাড়িতে ত্রিপল দিয়ে বেঁধে রাখতে হচ্ছে। এই দীর্ঘ সময় ত্রিপল দিয়ে বেঁধে রাখার কারণে অনেক কাঁচামরিচ পঁচে নষ্ট হচ্ছে। এর কারণে কম দামে বিক্রি করতে হচ্ছে বলে জানান এই ব্যবসায়ী।

হিলির কাঁচা বাজারের ব্যবসায়ী বিপ্লব শেখ বলেন, ভারত থেকে আমদানিকৃত কাঁচামরিচ কেজি প্রতি ৫০ টাকা কমে খুচরা বাজারে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত দুই দিন আগেও ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। তবে আগের থেকে ক্রেতা অনেক কম।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জামান বাঁধন বলেন, চলতি মাসে ১৫৯ টি ট্রাকে ১ হাজার ৩০৮ টন কাঁচামরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। ভারত থেকে এসব কাঁচামরিচ ৫০০ মার্কিন ডলারে আমদানি হচ্ছে। প্রতি কেজিতে ৩৭ টাকা শুল্ক দিয়ে খালাস করছেন ব্যবসায়ীরা। কাঁচা পণ্য হওয়াতে সব ধরনের সহযোগিতাপূর্বক দ্রুত খালাস করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতে সহযোগিতা করা হচ্ছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ফিকহ বিভাগে সাফল্যের জোয়ার

কেজিপ্রতি ৭০ টাকা কমেছে কাঁচামরিচের দাম

আপডেট সময় : ০৩:১৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারী বাজারে কেজিপ্রতি ৭০ টাকা কমেছে আমদানিকৃত কাঁচামরিচের দাম।

বর্তমানে হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে ৭০ টাকা কমে ১১০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে, যা গত ২০ ও ২১ আগস্ট ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হয়। বন্দরে আমদানি বৃদ্ধির কারণে কমতে শুরু করেছে দাম বলছেন ব্যবসায়ীরা।

রোববার (২৪ আগস্ট) সকালে হিলি স্থলবন্দরের পাইকারী মোকামে খোঁজ নিয়ে এসব তথ্য পাওয়া যায়।

হিলি স্থলবন্দরের আমদানিকারকের প্রতিনিধি শাহাবুল ইসলাম বলেন, ভারতের বিভিন্ন রাজ্য থেকে কাঁচামরিচ আমদানি করা হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে গাড়িতে ত্রিপল দিয়ে বেঁধে রাখতে হচ্ছে। এই দীর্ঘ সময় ত্রিপল দিয়ে বেঁধে রাখার কারণে অনেক কাঁচামরিচ পঁচে নষ্ট হচ্ছে। এর কারণে কম দামে বিক্রি করতে হচ্ছে বলে জানান এই ব্যবসায়ী।

হিলির কাঁচা বাজারের ব্যবসায়ী বিপ্লব শেখ বলেন, ভারত থেকে আমদানিকৃত কাঁচামরিচ কেজি প্রতি ৫০ টাকা কমে খুচরা বাজারে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত দুই দিন আগেও ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। তবে আগের থেকে ক্রেতা অনেক কম।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জামান বাঁধন বলেন, চলতি মাসে ১৫৯ টি ট্রাকে ১ হাজার ৩০৮ টন কাঁচামরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। ভারত থেকে এসব কাঁচামরিচ ৫০০ মার্কিন ডলারে আমদানি হচ্ছে। প্রতি কেজিতে ৩৭ টাকা শুল্ক দিয়ে খালাস করছেন ব্যবসায়ীরা। কাঁচা পণ্য হওয়াতে সব ধরনের সহযোগিতাপূর্বক দ্রুত খালাস করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতে সহযোগিতা করা হচ্ছে।

কেকে