মোঃ মিজানুর রহমান,ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলায় চলমান বিভিন্ন উন্নযন প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি ।
সম্প্রতি উপজেলার একাধিক ইউনিয়নের রাস্তাঘাট, ড্রেন ও সরকারি অবকাঠামোর নির্মাণকাজ ঘুরে দেখেন পরিদর্শনের সময় ইউএনও সরেজমিনে কিছু কাজের মান যাচাই-বাছাই করেন এবং সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীকে সাবধান করেন। তিনি সাফ জানিয়ে দেন, উন্নযন কাজে কোনো প্রকার অনিয়ম কিংবা নিম্নমানের কাজ মেনে নেওয়া হবে না।
ইউএনও আরও বলেন, ‘‘জনগণের টাকায় হচ্ছে এই উন্নয়ন। কাজ ভালো না হলে কোনো বিল দেওয়া হবে না। কাজ সন্তোষজনক না হলে বিল বন্ধ থাকবে।’’
সম্প্রতি উপজেলা প্রকৌশলীসহ চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং প্রকল্পের কাজ সঠিকভাবে করার বিষয়ে স্থানীয়দের সাথে আলোচনা করেন ইউএনও রাসনা শারমিন মিথি।
পরিদর্শন শেষে বিকেলে তাঁর ব্যবহৃত ফেসবুক আইডি ‘উপজেলা প্রশাসন চরফ্যাশন’ থেকে পরিদর্শনের কিছু ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘‘উপজেলা প্রকৌশলীসহ চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ, রসুলপুর, নূরাবাদ, চর মানিকা, জিন্নাগড়ের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। বৃষ্টিপাতের কারণে কার্যক্রম ধীরগতির। তবে সুন্দরভাবে প্রকল্প সম্পন্ন করার জন্য উপজেলা প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে।
এমএস