ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন অধ্যক্ষের কর্মচঞ্চল শুরু হল পরিদর্শন ও সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে আলাপ

ছবি: সংগৃহীত

মোঃ আরিফুল ইসলাম,ঢাকা আলিয়া প্রতিনিধি:

আজ ২০ই মে: দায়িত্ব গ্রহণের পরদিনই সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুল হক ব্যতিক্রমধর্মী এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি প্রতিষ্ঠানের দুই আবাসিক হল—আল্লামা কাশগরী (রহ.) ও মুফতি আমিমুল এহসান হল—পরিদর্শন করে শিক্ষার্থীদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন এবং পড়াশোনার অগ্রগতি নিয়ে কথা বলেন।

অধ্যক্ষ প্রফেসর ওবায়দুল হক শিক্ষার্থীদের কক্ষ পরিদর্শনকালে তাদের খাবার পানীর মান, আবাসিক হলের পরিচ্ছন্নতা ও সংস্কার কাজের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি হল প্রভোস্ট মোঃ মাসুম বিল্লাহকে ময়লা-আবর্জনা দ্রুত পরিষ্কারের নির্দেশ দেন এবং কাজের গতি তদারকিতে গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি ক্যান্টিনে গিয়ে খাবারের মান নিজে তদারকি করেন এবং শিক্ষার্থী ও শিক্ষক উভয়কে নিয়মিত ক্যান্টিনে খাবার গ্রহণের আহ্বান জানান, যাতে খাবারের মান ও পরিবেশ সুষ্ঠু রাখা সম্ভব হয়।

প্রফেসর ওবায়দুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আমি এই প্রতিষ্ঠানেরই সাবেক শিক্ষার্থী। আমি আল্লামা কাশগরী (রহ.) হলে ১১৮ নম্বর কক্ষে থেকে আমার একাডেমিক জীবন শুরু করেছিলাম। আজ আমি এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে তোমাদের মাঝে ফিরে এসেছি। তোমরা হলে থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করো এবং আগামী বাংলাদেশের জন্য নিজেকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলো।”

নবনিযুক্ত অধ্যক্ষের এই কার্যকরী উদ্যোগ ও আন্তরিকতা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, অধ্যাপক ওবায়দুল হকের নেতৃত্বে মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা আরও একধাপ এগিয়ে যাবে একাডেমিক ও প্রশাসনিক শৃঙ্খলায়।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নতুন অধ্যক্ষের কর্মচঞ্চল শুরু হল পরিদর্শন ও সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে আলাপ

আপডেট সময় : ০২:৫২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

মোঃ আরিফুল ইসলাম,ঢাকা আলিয়া প্রতিনিধি:

আজ ২০ই মে: দায়িত্ব গ্রহণের পরদিনই সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুল হক ব্যতিক্রমধর্মী এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি প্রতিষ্ঠানের দুই আবাসিক হল—আল্লামা কাশগরী (রহ.) ও মুফতি আমিমুল এহসান হল—পরিদর্শন করে শিক্ষার্থীদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন এবং পড়াশোনার অগ্রগতি নিয়ে কথা বলেন।

অধ্যক্ষ প্রফেসর ওবায়দুল হক শিক্ষার্থীদের কক্ষ পরিদর্শনকালে তাদের খাবার পানীর মান, আবাসিক হলের পরিচ্ছন্নতা ও সংস্কার কাজের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি হল প্রভোস্ট মোঃ মাসুম বিল্লাহকে ময়লা-আবর্জনা দ্রুত পরিষ্কারের নির্দেশ দেন এবং কাজের গতি তদারকিতে গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি ক্যান্টিনে গিয়ে খাবারের মান নিজে তদারকি করেন এবং শিক্ষার্থী ও শিক্ষক উভয়কে নিয়মিত ক্যান্টিনে খাবার গ্রহণের আহ্বান জানান, যাতে খাবারের মান ও পরিবেশ সুষ্ঠু রাখা সম্ভব হয়।

প্রফেসর ওবায়দুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আমি এই প্রতিষ্ঠানেরই সাবেক শিক্ষার্থী। আমি আল্লামা কাশগরী (রহ.) হলে ১১৮ নম্বর কক্ষে থেকে আমার একাডেমিক জীবন শুরু করেছিলাম। আজ আমি এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে তোমাদের মাঝে ফিরে এসেছি। তোমরা হলে থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করো এবং আগামী বাংলাদেশের জন্য নিজেকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলো।”

নবনিযুক্ত অধ্যক্ষের এই কার্যকরী উদ্যোগ ও আন্তরিকতা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, অধ্যাপক ওবায়দুল হকের নেতৃত্বে মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা আরও একধাপ এগিয়ে যাবে একাডেমিক ও প্রশাসনিক শৃঙ্খলায়।

এমএস