মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধি:
কৃষি উন্নয়ন পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেসিনার ও ২৪ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৪ মে) রাতে নাটোর শহরের এন এস কলেজ অডিটরিয়ামে জেলা যুবদলের আয়োজনে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল,কেন্দ্রীয় যুবদলে সহ সভাপতি নাজুমুল আলম নাজু, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস,সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ,দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, যুব দলের যুগ্ন সাধারন সম্পাদক ওমর আলী,সদর থানা যুবদলের সভাপতি আব্দুস সালাম সহ বিভিন্ন উপজেলা থেকে আসা যুবদলের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন দীর্ঘ ১৭ বছর বিএনপি তথা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল আন্দোলন করেছে। এর ভিতর যুবদল আন্দোলনে সবচেয়ে বেশী সক্রীয় ছিলো। এই ভোটের জন্য ১৭ বছর আন্দোলন করেছে বিএনপি। ৫ আগষ্টের পর ফ্যাসিষ্ট হাসিনার পতনের পর ভোটের একটি সম্ভবনা তৈরি হয়েছিলো । কিন্তু অন্তবর্তী সরকার ভোট নিয়ে টালবাহানা করছে।
এরই প্রেক্ষিতে আগামী ২৪ শে মে তারণ্যের ভাবনা শীর্ষক সেমিনার ও তারন্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার এই প্রস্ততি সভা হচ্ছে। উত্তরবঙ্গের ভিতর রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগ আন্দোলন সংগ্রামে সব থেকে বেশি এগিয়ে আছে তাই এই দুই বিভাগ থেকে প্রচুর সংখ্যক নেতা কর্মি অংশগ্রহন করবে এই আশা করা হয়।
এমএস