ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের সময় নারী শিশু সহ ৩৬ বাংলাদেশি আটক

ছবি : সংগৃহীত

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী-শিশুসহ ৩৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এছাড়াও পৃথক অভিযানে ৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

বুধবার মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আটক ব্যক্তিরা হলেন,যশোরের নাউলি গ্রামের মনিরুল গাজী (৩৭), ফরিদপুরের ইমরান মুন্সি(৪৮),গোপালগঞ্জের তাবারকান্দি গ্রামের উজ্জল শেখ (৩৭), নোয়াখালী সদর থানার চরঈশ্বর গ্রামের সুজন দাস (২৮), খুলনার আন্দনগর গ্রামের জাহিদুল মুন্সি (৪০) ও তার ভাই হাফিজুল (৪৯), যশোরের ঝুমঝুমপুর গ্রামের শাহাজান গাজী (৫৮), যশোরের অগ্রভোলাট গ্রামের সুমন হোসেন (২৮) একই গ্রামের শাহাব উদ্দিন (২৮), নড়াইল জেলার কালিয়া থানার রিজাউল শেখ (৫০), নড়াইল জেলার লোহাগাড়া থানার শিমুল সিকদার (৪৩), ঝিনাইদহের জলুলী গ্রামের সাজিদুল ইসলাম (১৯), নড়াইলের সাঁতরাখালি গ্রামের আলিমুল শেখ (২৭), কালিয়া থানার শুক্তগ্রামের হুমায়ুন খান (৩০), টেকনাফ থানার শাপলাপুর গ্রামের রবিউল আলম (২০)।

আটককৃতদের মধ্যে ১৪ জন নারী ও ৭ জন শিশু রয়েছে।

বিজিবি জানিয়েছে, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন মাটিলা, কুসুমপুর ও বাঘাডাঙ্গা বিওপির পৃথক অভিযানে এসব বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। এছাড়া গয়েশপুর বিওপির পৃথক অভিযানে ৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। আটক ১৫ পুরুষ বাংলাদেশিকে আদালতে সোপর্দ করা হবে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের সময় নারী শিশু সহ ৩৬ বাংলাদেশি আটক

আপডেট সময় : ০৪:০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী-শিশুসহ ৩৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এছাড়াও পৃথক অভিযানে ৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

বুধবার মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আটক ব্যক্তিরা হলেন,যশোরের নাউলি গ্রামের মনিরুল গাজী (৩৭), ফরিদপুরের ইমরান মুন্সি(৪৮),গোপালগঞ্জের তাবারকান্দি গ্রামের উজ্জল শেখ (৩৭), নোয়াখালী সদর থানার চরঈশ্বর গ্রামের সুজন দাস (২৮), খুলনার আন্দনগর গ্রামের জাহিদুল মুন্সি (৪০) ও তার ভাই হাফিজুল (৪৯), যশোরের ঝুমঝুমপুর গ্রামের শাহাজান গাজী (৫৮), যশোরের অগ্রভোলাট গ্রামের সুমন হোসেন (২৮) একই গ্রামের শাহাব উদ্দিন (২৮), নড়াইল জেলার কালিয়া থানার রিজাউল শেখ (৫০), নড়াইল জেলার লোহাগাড়া থানার শিমুল সিকদার (৪৩), ঝিনাইদহের জলুলী গ্রামের সাজিদুল ইসলাম (১৯), নড়াইলের সাঁতরাখালি গ্রামের আলিমুল শেখ (২৭), কালিয়া থানার শুক্তগ্রামের হুমায়ুন খান (৩০), টেকনাফ থানার শাপলাপুর গ্রামের রবিউল আলম (২০)।

আটককৃতদের মধ্যে ১৪ জন নারী ও ৭ জন শিশু রয়েছে।

বিজিবি জানিয়েছে, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন মাটিলা, কুসুমপুর ও বাঘাডাঙ্গা বিওপির পৃথক অভিযানে এসব বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। এছাড়া গয়েশপুর বিওপির পৃথক অভিযানে ৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। আটক ১৫ পুরুষ বাংলাদেশিকে আদালতে সোপর্দ করা হবে।

এমএস