শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া শাজাহানপুরে অবৈধ টোলের নামে চাঁদাবাজির প্রতিবাদ করায় সাংবাদিক ও কৃষক-জনতার বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা মামলা দায়ের করায় তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার বিকালে উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা সোনালী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, অবৈধ টোলের নামে চাঁদাবাজির প্রতিবাদ করায় ফ্যাসিষ্ট আওয়ামী লীগের দোসর ও আলু বীজ সিন্ডিকেটের মূল হোতা ইজারাদার শাহাদাতের প্রতিনিধি মো: আবুল ওয়াহিদ মুরাদ কতৃক জনপ্রতিনিধি,সাংবাদিক ও কৃষক-জনতার বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে এ মামলা প্রত্যাহারের করে চাঁদাবাজদের গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, আওয়ামী লীগের দোসর আলু বীজ সিন্ডিকেটের মূল হোতা ইজারাদার শাহাদাত হাট ব্যাতিত গত শুক্রবার এলাকায় প্রবেশ করে জোরপূর্বক কৃষকেদের থেকে চাঁদা নিতে আসলে জনতার আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।পরবর্তীতে শাহাদাতের প্রতিনিধি মো: আবুল ওয়াহিদ মুরাদ কৃষক,জনপ্রতিনিধি ও সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করলে মানববন্ধন করেন এলাকার সর্বস্তরের জনসাধারণ।
এমএস