মানুষ বিপদ থেকে উদ্ধার হলে বা বিপদ কেটে গেলে অহংকারী হয়ে ওঠেন বলে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
রোববার (২০ এপ্রিল) বিকালে ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে তিনি লেখেন, ‘বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল ও অহংকারী হয়ে যায়।’ তিনি সুরা হুদের ১০ নম্বর আয়াত থেকে এই উদ্ধৃতি দেন।
তিনি আরও লেখেন, ‘আয়াতটির সাথে বাংলাদেশের বর্তমান বাস্তবতার কি অদ্ভুত মিল!’
নুরুল হক কাকে উদ্দেশ করে এই পোস্ট দিয়েছেন, তা ব্যাখ্যা করেননি। তবে পোস্টে মন্তব্যকারীরা দেশের রাজনীতিতে চলমান নানা ঘটনার মিল খুঁজে নিয়ে উত্তর দিচ্ছেন।
এ ছাড়া গতকাল শনিবার (১৯ এপ্রিল) একই আইডিতে মানুষের টাকা কামানোর বিষয়ে একটি পোস্ট করেন সভাপতি নুরুল হক।
পোস্টে তিনি বলেন, ‘টাকা কামানোই কি মানুষের একমাত্র লক্ষ্য? আশ্চর্যজনকভাবে লক্ষ্য করছি, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পক্ষে থাকা কতিপয় সুপরিচিত আইনজীবী নিজেদের ‘ফেসভ্যালু ও পরিচিতি’ ব্যবহার করে অর্থ উপার্জনে ফ্যাসিবাদের দোসরদের জামিন করাতে হাইকোর্ট থেকে জজ কোর্ট এমনকি ঢাকার বাইরে জেলা ও মহানগর আদালতেও দাঁড়াচ্ছে।’
তিনি আরও বলেন, ‘টাকার জন্য নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে শেষ পর্যন্ত ফ্যাসিস্টদের জামিনের জন্য দাঁড়াতে হবে?’
এমএস