সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে চারজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পিপুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের বিএনপির সমর্থক শাহ জামাল, আশরাফুল, মনিরুল ও রাশেদের সঙ্গে দীর্ঘদিন ধরে এলাকার আওয়ামী লীগ কর্মী আব্দুর রহিম ও তার ভাই রকিবুলের সঙ্গে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে আজ দুপুরে বাঁশের আগাকাটাকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ হয়। এতে বিএনপি তিন ও আওয়ামী লীগের এক সমর্থক আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে পাঠান।
মহেশপুর থানা ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে। তবে এখনও কাউকে আটক করা যায়নি।
এমএস