ঢাকা ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে শরবত বিক্রি করে বাড়ি ফেরা হলো না শিশুর

ছবি : সংগৃহীত

সৌভিক পোদ্দার,ঝিনাইদহ প্রতিনিধিঃ

তীব্র গরমে ঈদের দিনে চাচাতো ভাইয়ের সঙ্গে পার্কে শরবত বিক্রি করতে এসেছিল ১২ বছর বয়সী এতিম আরিফুল। কিন্তু শরবত বিক্রি করে আর বাড়ি ফেরা হলো না তার। বড় ভাই ইব্রাহিমের আলমসাধুর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় আরিফুল।

সোমবার সন্ধ্যায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালশার সড়কের পাল্লাট গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল উপজেলার কুশনা গ্রামের দুয়ার পাড়ার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

নিহতের চাচাতো ভাই আলমসাধু চালক ইব্রাহিম জানান, ঈদের নামাজ পড়ে আরিফুল আমার সঙ্গে শরবত বিক্রি করতে আসছিল। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় সে গাড়িতে না গিয়ে একটি বাইসাইকেলে করে আমার পিছু যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে ভাঙা সড়কে সাইকেল থেকে পড়ে যায়। এসময় আরিফুল আমার আলমসাধুর চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিপক কুমার পাল জানান, সড়ক দুর্ঘটনায় মৃত অবস্থায় শিশুটি হাসপাতালে আনা হয়েছিল। গাড়ির চাকায় তার মাথা থেতলে যায়।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঈদে শরবত বিক্রি করে বাড়ি ফেরা হলো না শিশুর

আপডেট সময় : ০৬:২৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫

সৌভিক পোদ্দার,ঝিনাইদহ প্রতিনিধিঃ

তীব্র গরমে ঈদের দিনে চাচাতো ভাইয়ের সঙ্গে পার্কে শরবত বিক্রি করতে এসেছিল ১২ বছর বয়সী এতিম আরিফুল। কিন্তু শরবত বিক্রি করে আর বাড়ি ফেরা হলো না তার। বড় ভাই ইব্রাহিমের আলমসাধুর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় আরিফুল।

সোমবার সন্ধ্যায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালশার সড়কের পাল্লাট গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল উপজেলার কুশনা গ্রামের দুয়ার পাড়ার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

নিহতের চাচাতো ভাই আলমসাধু চালক ইব্রাহিম জানান, ঈদের নামাজ পড়ে আরিফুল আমার সঙ্গে শরবত বিক্রি করতে আসছিল। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় সে গাড়িতে না গিয়ে একটি বাইসাইকেলে করে আমার পিছু যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে ভাঙা সড়কে সাইকেল থেকে পড়ে যায়। এসময় আরিফুল আমার আলমসাধুর চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিপক কুমার পাল জানান, সড়ক দুর্ঘটনায় মৃত অবস্থায় শিশুটি হাসপাতালে আনা হয়েছিল। গাড়ির চাকায় তার মাথা থেতলে যায়।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে।

এমএস