গোলাম রব্বানী, জয়পুরহাট প্রতিনিধিঃ
পাঁচবিবি আওলাই ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) বিকেলে গোড়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ঈফতার মাহফিলে পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জনাব, মোঃ আব্দুল বারিক। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব মাসুদ রানা প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং আওলাই ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ, মাত্রাই ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ এবং ৯নং ওয়ার্ডের সকল বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীগন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,”আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সোনার বাংলাদেশ গড়ি।”
এমএস