ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ভেড়িবাধের কাজের দ্বন্দ্বের জেরে মনপুরা বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ আহত-২০, নিহত-১

ছবি : সংগৃহীত

মোঃ মিজানুর রহমান,ভোলা জেলা প্রতিনিধিঃ

মনপুরা উপজেলায় বেড়িবাঁধ নির্মাণের কাজ নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা মো. রাশেদ নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছে প্রায় ২০ নেতাকর্মি। নিহত রাশেদ দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের আবুল কালামের ছেলে এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

বুধবার (১৯ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৯টায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নুরউদ্দিন বাজার সংলগ্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণের কাজ নিয়ে বেশ কয়েক দিন ধরেই দ্বন্দ্ব চলছিল ভোলা-৪ আসনের সাবেক এমপি আলহাজ্ব নাজিম উদ্দিন আলম ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সমর্থকদের মধ্যে। ওই দ্বন্দ্বের জেরে গতকাল বুধবার সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এলাকাবাসী এবং বিএনপির আলম গ্রুপের দলীয় নেতা কর্মীদের ধারণা এ সময় ঠিকাদার ও চরফ্যাশন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের কাজের পরিচালক ৪নং সাকুচিয়া ইউনিয়নের আওয়ামীলীগের ৪২ নং সদস্য গিয়াস উদ্দিন মিজি’র লাঠির আঘাতে নিহত হয়েছে ইউনিয়ন ছাত্রদল সম্পাদক মো. রাসেদ।

এ সময় সংঘর্ষে প্রায় ২০ ছাত্রদল নেতা আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে কয়েকজনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য রাশেদকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে নিলে সেখান থেকে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। পরে ঢাকা নেওয়ার পথে ফরিদপুরে তার মৃত্যু হয়।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা রাশেদ মারা গেছে। এ ঘটনায় নিহতের ভাই গতকাল রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ছাত্রদল নেতা নিহতের ঘটনায় ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) সাবেক সাংসদ আলহাজ্ব নাজিমুদ্দিন আলম গ্রুপের ছাত্রদল নেতা আলি মুর্তজা, জাহান সিকদার ও সোহাগের নেতৃত্বে বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করেন। বৃহস্পতিবার দুপুরে চরফ্যাশন বিএনপি অফিস কার্যালয় থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শুরু হয়ে চরফ্যাশনে সদরে বিভিন্ন সড়কে প্রদক্ষিণ শেষে ফ্যাশন স্কয়ারে এসে প্রতিবাদ সভা মিলিত হয়। সভায় বিক্ষোভকারীরা নিহত ছাত্রদল নেতার হত্যাকারীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান প্রশাসনের কাছে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

ভেড়িবাধের কাজের দ্বন্দ্বের জেরে মনপুরা বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ আহত-২০, নিহত-১

আপডেট সময় : ০৮:২৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

মোঃ মিজানুর রহমান,ভোলা জেলা প্রতিনিধিঃ

মনপুরা উপজেলায় বেড়িবাঁধ নির্মাণের কাজ নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা মো. রাশেদ নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছে প্রায় ২০ নেতাকর্মি। নিহত রাশেদ দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের আবুল কালামের ছেলে এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

বুধবার (১৯ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৯টায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নুরউদ্দিন বাজার সংলগ্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণের কাজ নিয়ে বেশ কয়েক দিন ধরেই দ্বন্দ্ব চলছিল ভোলা-৪ আসনের সাবেক এমপি আলহাজ্ব নাজিম উদ্দিন আলম ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সমর্থকদের মধ্যে। ওই দ্বন্দ্বের জেরে গতকাল বুধবার সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এলাকাবাসী এবং বিএনপির আলম গ্রুপের দলীয় নেতা কর্মীদের ধারণা এ সময় ঠিকাদার ও চরফ্যাশন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের কাজের পরিচালক ৪নং সাকুচিয়া ইউনিয়নের আওয়ামীলীগের ৪২ নং সদস্য গিয়াস উদ্দিন মিজি’র লাঠির আঘাতে নিহত হয়েছে ইউনিয়ন ছাত্রদল সম্পাদক মো. রাসেদ।

এ সময় সংঘর্ষে প্রায় ২০ ছাত্রদল নেতা আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে কয়েকজনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য রাশেদকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে নিলে সেখান থেকে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। পরে ঢাকা নেওয়ার পথে ফরিদপুরে তার মৃত্যু হয়।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা রাশেদ মারা গেছে। এ ঘটনায় নিহতের ভাই গতকাল রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ছাত্রদল নেতা নিহতের ঘটনায় ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) সাবেক সাংসদ আলহাজ্ব নাজিমুদ্দিন আলম গ্রুপের ছাত্রদল নেতা আলি মুর্তজা, জাহান সিকদার ও সোহাগের নেতৃত্বে বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করেন। বৃহস্পতিবার দুপুরে চরফ্যাশন বিএনপি অফিস কার্যালয় থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শুরু হয়ে চরফ্যাশনে সদরে বিভিন্ন সড়কে প্রদক্ষিণ শেষে ফ্যাশন স্কয়ারে এসে প্রতিবাদ সভা মিলিত হয়। সভায় বিক্ষোভকারীরা নিহত ছাত্রদল নেতার হত্যাকারীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান প্রশাসনের কাছে।

এমএস