উত্তরা ইউনিভার্সিটি প্রতিনিধি:
উত্তরা ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব (ইউইউডিসি) প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে রমাদান ওপেন ডিবেট ফেস্টিভ্যাল ১.০। বিতর্ক প্রতিযোগিতাটি অনলাইন প্ল্যাটফর্ম ডিসকোর্ডে আগামী ২১ ও ২২ মার্চ (শুক্রবার ও শনিবার) অনুষ্ঠিত হবে । প্রতিযোগিতাটি পরিচালিত হবে অ্যাসিয়ান পার্লামেন্টারি (বাংলা) ফরম্যাটে।
প্রতিযোগিতাটি পরিচালিত হবে ৪ টি ধাপে বাছাই পর্ব , কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল সর্ব শেষ ফাইনাল। প্রতিযোগিতায়জয়ী দলের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার এছাড়াও রয়েছে সেরা বিচারক পুরস্কার।
প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে থাকবেন ১৩ জন এবং আমন্ত্রিত বিচারক হিসেবে থাকবেন আরও ৪০ জন দায়িত্ব পালন করবেন।
বিতর্ক প্রতিযোগিতাটির আয়োজক কমিটির একজন সদস্য আজকের প্রবাহকে বলেন প্রাথমিকভাবে ২৪ টি দলকে স্লট দেওয়ার পরিকল্পনা ছিল । কিন্তু সারাদেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৮৭টি দলের আবেদন জমা পড়ে। তবে যাচাই-বাছাই শেষে ৪২টি দলকে চূড়ান্তভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে বলে জানান।
উত্তরা ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট মেহেদি হাসান হিমু আজকের প্রবাহকে বলেন দেশকে সমৃদ্ধ, সুন্দর এবং আলোকিত করতে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুক্তি এবং তর্কই পারে পরবর্তী সময়কে সুন্দর এবং আলোকিত করতে সাহায্য করে।
ক্লাবের জেনারেল সেক্রেটারি শহিদুল ইসলাম বলেন ইউইউডিসি সব সময় যুক্তির উত্তম বিকাশকে লালন করার প্রত্যায় নিয়ে কাজ করে। আমরা বিশ্বাস করি বিতর্ক মানুষকে যুক্তিবাদী এবং সমাজে একজন যোগ্য প্রতিযোগী করে গড়ে তুলতে পারে। সেই প্রত্যায় সামনে রেখেই ইউইউডিসি প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে রমাদান ওপেন ডিবেট ফেস্টিভ্যাল ১.০।
এই আয়োজন বিতর্কচর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে বলেও জানান।
এমএস