ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দ্রুত নির্বাচন দিন প্রয়োজনীয় সংস্কার করবে নির্বাচিত সরকার – নাটোরে দুলু

ছবি : সংগৃহীত

নাটোর প্রতিনিধিঃ

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিন। প্রয়োজনীয় সকল সংস্কার করবে নির্বাচিত সরকার।

দেশে আইনের শাসন বাস্তবায়ন না হলে স্থিতিশীলতা আসবে না। নির্বাচিত সরকার ছাড়া কোন ভাবেই স্থিতিশীলতা সম্ভব নয়। দুলু বলেন, দেশের মানুষ স্বপ্ন দেখেছিল, রাষ্ট্র সংস্কার হবে, সরকারি অফিস আদালতে ঘুষ দূর্নীতি কমবে কিন্তু হয়েছে তার উলটো দেশে ঘুষ দূর্নীতি কমেনি বরং বেড়েছে। অন্তবর্তী সরকার এখানো রাষ্ট্রের দৃশ্যমান কোন সংস্কার করতে পারেনি।

তাই দেশের প্রয়োজনীয় সকল সংস্কার দ্রুত করার জন্যই দ্রুত জাতীয় সংসদ নির্বাচন হওয়া জরুরী। দুলু বলেন, দেশের আইন শৃংখলা পরিস্থিতি মারাত্বক ভাবে অবনতি হয়েছে। অন্তবর্তীকালীন সরকার সংস্কারের কথা বলে অযথা সময় নষ্ট করছে, দেশের মানুষের জীবন মান রক্ষার জন্য দ্রুত নির্বাচন দেয়া জরুরী। শনিবার বিকেলে নাটোর সদর উপজেলা ডাঙ্গাপাড়ায় আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

দিঘাপাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে মাহফিলে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জিল্লুর রহমান খান চৌধুরী ওরফে বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু ও সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার প্রমুখ।

অনুষ্ঠানে দুলু আরো বলেন, নির্বাচন নিয়ে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে তাদের নেতাকর্মীদের মাথা নষ্ট হয়ে গেছে। যে কোন ভাবেই হোক তারা বাংলাদেশের বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে নানা ষড়যন্ত্র অব্যহত রেখেছে। তারা যে কোন মূল্যে দেশে কোন অরাজকতা সৃষ্টি করে এ সরকারকে ব্যর্থ প্রমান করে সুবিধা নিতে চায়। আওয়ামী লীগ ও তাদের দোসরদের সকল ষড়যন্ত্র সর্ম্পকে দেশের মানুষকে সজাগ থাকতে হবে। তাদের ১৬ বছরের জুলুম দুঃশাসন ভুলে গেলে চলবে না।
এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিন প্রয়োজনীয় সংস্কার করবে নির্বাচিত সরকার – নাটোরে দুলু

আপডেট সময় : ০৯:৩২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

নাটোর প্রতিনিধিঃ

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিন। প্রয়োজনীয় সকল সংস্কার করবে নির্বাচিত সরকার।

দেশে আইনের শাসন বাস্তবায়ন না হলে স্থিতিশীলতা আসবে না। নির্বাচিত সরকার ছাড়া কোন ভাবেই স্থিতিশীলতা সম্ভব নয়। দুলু বলেন, দেশের মানুষ স্বপ্ন দেখেছিল, রাষ্ট্র সংস্কার হবে, সরকারি অফিস আদালতে ঘুষ দূর্নীতি কমবে কিন্তু হয়েছে তার উলটো দেশে ঘুষ দূর্নীতি কমেনি বরং বেড়েছে। অন্তবর্তী সরকার এখানো রাষ্ট্রের দৃশ্যমান কোন সংস্কার করতে পারেনি।

তাই দেশের প্রয়োজনীয় সকল সংস্কার দ্রুত করার জন্যই দ্রুত জাতীয় সংসদ নির্বাচন হওয়া জরুরী। দুলু বলেন, দেশের আইন শৃংখলা পরিস্থিতি মারাত্বক ভাবে অবনতি হয়েছে। অন্তবর্তীকালীন সরকার সংস্কারের কথা বলে অযথা সময় নষ্ট করছে, দেশের মানুষের জীবন মান রক্ষার জন্য দ্রুত নির্বাচন দেয়া জরুরী। শনিবার বিকেলে নাটোর সদর উপজেলা ডাঙ্গাপাড়ায় আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

দিঘাপাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে মাহফিলে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জিল্লুর রহমান খান চৌধুরী ওরফে বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু ও সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার প্রমুখ।

অনুষ্ঠানে দুলু আরো বলেন, নির্বাচন নিয়ে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে তাদের নেতাকর্মীদের মাথা নষ্ট হয়ে গেছে। যে কোন ভাবেই হোক তারা বাংলাদেশের বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে নানা ষড়যন্ত্র অব্যহত রেখেছে। তারা যে কোন মূল্যে দেশে কোন অরাজকতা সৃষ্টি করে এ সরকারকে ব্যর্থ প্রমান করে সুবিধা নিতে চায়। আওয়ামী লীগ ও তাদের দোসরদের সকল ষড়যন্ত্র সর্ম্পকে দেশের মানুষকে সজাগ থাকতে হবে। তাদের ১৬ বছরের জুলুম দুঃশাসন ভুলে গেলে চলবে না।
এমএস