কুমিল্লায় হাকিমদের এক সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল ১৫ মার্চ শনিবার নগরীর রাজগন্জে একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাকিম সহিদুল ইসলাম খান, আর সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক হাকিম মো. আজিজুর রহমান মোল্লা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—অর্থ সম্পাদক হাকিম মো. সাইফুর রহমান ভূঁইয়া মাসুম,কার্যনির্বাহী সদস্য হাকিম দেবাশিস শর্মা,হাকিম জাহাঙ্গীর আলম এবং কুমিল্লার সকল উপজেলার হাকিম সদস্যবৃন্দ
ইফতার মাহফিলের পূর্বে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের সমৃদ্ধি, দেশের শান্তি ও কল্যাণের জন্য প্রার্থনা করা হয়। ইফতার শেষে এক বন্ধুত্বপূর্ণ পরিবেশে আয়োজনের সমাপ্তি ঘটে।
এই আয়োজনের মাধ্যমে কুমিল্লার হাকিমদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হলো বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এমএস