মোঃ মোমতাজুর রহমান,রৌমারী উপজেলা প্রতিনিধি:
গতকাল বুধবার ১২ মার্চ দুপুরে নাগেশ্বরী উপজেলা ক্রীড়া হল রুমে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা যুব প্লাটফর্ম এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ১৪ টি ইউনিয়নের ১৪ টি যুব সংগঠন হতে দুই জন করে মোট ২৮ জন ভোটার প্রত্যক্ষ ভোটে অংশ নেন।সর্বাধিক ০৯ টি ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো উপজেলা যুব প্লাটফর্ম এর সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব মোঃ তুহিন প্রধান এবং সাধারণ সম্পাদক পদে সর্বাধিক ০৭ টি ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন মোছাঃ অনন্যা পারভীন।
নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি মোছাঃ জোসনা খাতুন, যুগ্ম সম্পাদক মোঃ আবু সাঈদ, অর্থ সম্পাদক মোঃ আঃ রহমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক টুম্পা রানী, তথ্য ও যোগাযোগ মোছাঃ বিলকিস, প্রশিক্ষণ সম্পাদক সূচিত্রা রানী লিলি, প্রচার সম্পাদক মোঃ আলমগীর, নির্বাহী সদস্য মোছাঃ আলেয়া, মোঃ আতিক, মোঃ সাইদুর ।
ভোট গ্রহণের সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ ময়দান আলী, CNB Project TO জনাব মোঃ ইলিয়াস আলী,FF মানবী রায় এবং এশিয়ান টিভির নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী প্রতিনিধি জনাব মোঃ মিজানুর রহমান মিন্টু সহ আরও অনেকে।
এসময় নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানানো সহ আগামীদিনে সকল উন্নয়নমূলক কার্যক্রমে পাশে থেকে সহোযোগিতা করে আধুনিক নাগেশ্বরী গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এমএস