শাহেদ ইকবাল, আলীকদম উপজেলা প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নের নাজিরাম পাড়ায় অবৈধভাবে পরিচালিত এসবিএম ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১২ মার্চ) দুপুরে পরিচালিত এই অভিযানে ইটভাটাটি স্কেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
অভিযানের নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মঈন উদ্দিন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন জানায়, অনুমোদনবিহীন ইটভাটাটি পরিবেশগত বিধিনিষেধ উপেক্ষা করে পরিচালিত হচ্ছিল। এ কারণে আইনগত ব্যবস্থা হিসেবে ইটভাটাটি ধ্বংস করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ ইটভাটার কারণে পরিবেশের বিপুল ক্ষতি হচ্ছিল, যা দীর্ঘদিন ধরেই দৃষ্টিগোচর হচ্ছিল। প্রশাসনের এমন কার্যক্রমে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
এমএস