ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ধর্ষণ বিচারের দাবিতে মানববন্ধন করেছে এফডিসি

ছবি : সংগৃহীত

সম্প্রতি ঘটে যাওয়া শিশু আছিয়াসহ সব ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সোমবার (১০ মার্চ) বিকেল চারটার দিকে এফডিসির প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করা হয়।

এতে উপস্থিত ছিলেন- শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহসভাপতি ডিএ তায়েব, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, কার্যনির্বাহী পরিষদের সদস্য চিত্রনায়িকা রোজিনা, পলি, সনি রহমান। আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, আইরিন সুলতানা, মৌমিতা মৌ, তানিন সুবহা, জাদু আজাদসহ অনেক শিল্পী ও কলাকুশলী।

মানববন্ধনে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর কিছু দাবি-দাওয়া তুলে বলেন, ধর্ষণের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যেন অন্যরা এ ধরনের অপরাধ করার আগে একবার নয় দশবার ভাবে। একইসঙ্গে প্রমাণ সংগ্রহ ও তদন্ত প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে হবে। যাতে অপরাধীরা কোনোভাবেই রেহাই না পায়। সেসঙ্গে সামাজিক, পারিবারিক সচেতনতা বৃদ্ধি অপরিহার্য বলে মনে করি। পরিবার সমাজকে একসঙ্গে কাজ করতে হবে যেন শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের কাছে দাবি জানাই শিশু ধর্ষণের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদের এখনই কার্যকর ভূমিকা পালন করতে হবে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

ধর্ষণ বিচারের দাবিতে মানববন্ধন করেছে এফডিসি

আপডেট সময় : ০৬:৫৩:০২ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

সম্প্রতি ঘটে যাওয়া শিশু আছিয়াসহ সব ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সোমবার (১০ মার্চ) বিকেল চারটার দিকে এফডিসির প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করা হয়।

এতে উপস্থিত ছিলেন- শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহসভাপতি ডিএ তায়েব, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, কার্যনির্বাহী পরিষদের সদস্য চিত্রনায়িকা রোজিনা, পলি, সনি রহমান। আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, আইরিন সুলতানা, মৌমিতা মৌ, তানিন সুবহা, জাদু আজাদসহ অনেক শিল্পী ও কলাকুশলী।

মানববন্ধনে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর কিছু দাবি-দাওয়া তুলে বলেন, ধর্ষণের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যেন অন্যরা এ ধরনের অপরাধ করার আগে একবার নয় দশবার ভাবে। একইসঙ্গে প্রমাণ সংগ্রহ ও তদন্ত প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে হবে। যাতে অপরাধীরা কোনোভাবেই রেহাই না পায়। সেসঙ্গে সামাজিক, পারিবারিক সচেতনতা বৃদ্ধি অপরিহার্য বলে মনে করি। পরিবার সমাজকে একসঙ্গে কাজ করতে হবে যেন শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের কাছে দাবি জানাই শিশু ধর্ষণের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদের এখনই কার্যকর ভূমিকা পালন করতে হবে।

কেকে