রুবেল হাসান, শাজাহানপুর উপজেলা প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির যুবদল নেতা ফোরকান হত্যা মামলায় থানা পুলিশের অভিযানে অপারেশন ডেভিল হাণ্টে আওয়ামী লীগের ২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী (৪৮)। সে মানিকদিপা উত্তরপাড়া গ্রামের আলহাজ্ব ইয়াছিন আলীর ছেলে অপর আসামী কৈগাড়ী এলাকার নিলু পোদ্দার (৪৫)। সে কৈগাড়ী পশ্চিমপাড়া মৃত চাঁন মিয়ার ছেলে এবং আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য।
শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, আসামী ইউসুফ আলী যুবদল নেতা ফোরকান হত্যা মামলার আসামী। এছাড়াও তার বিরুদ্ধে এলাকায় বসতবাড়ি নির্মাণে চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগও রয়েছে। অপর আসামী নিলু পোদ্দার কৈগাড়ী এলাকার সন্ত্রাস ও চাঁদাবাজদের সহযোগী ছিল। অপারেশন ডেভিল হাণ্টের এধরণের অভিযান অব্যাহত থাকবে।
এমএস