ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা আলিয়ার নেতৃত্বে রাকিব মন্ডল ও জিনাত নাটোরে শয়নকক্ষ থেকে যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার অনলাইন স্ক্যাম ও জালিয়াতি প্রতিরোধে নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিচারে কমিটি গঠন হবে : সৈয়দা রিজওয়ানা বাংলাদেশের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়াতে চায় না ভারত বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশের সঙ্গে বৈঠক পাকিস্তানের, যা বলছে গণমাধ্যম ইউরোপীয় ইউনিয়নের ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ নাটেরের নলডাঙ্গায় ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যাক্তির মৃত্যু নাটোরে নিহত শিশু জুঁইয়ের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

নাটোরে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত অন্তত ১৫ জন

ছবি : সংগৃহীত

নাটোর প্রতিনিধি :

নাটোরের সিংড়ায় দু”গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত ১৫জন আহত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের ছোঁড়া ছররা গুলিতে একপক্ষের অনন্ত ১৫ জন আহত হয়েছে। এর মধ্যে ১৩ জন আহতকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কদমকুড়ি গ্রামে জমিতে পানি সেচ দেওয়া নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত ঘটে। এছাড়া সম্প্রতি কদমকুড়ি জামে মসজিদের হিসাব-নিকাশ নিয়েও গ্রামের দুটি পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

গত ৩/৪ দিন আগে ওই গ্রামের ওয়াদুদ ফকিরের জমিতে পানি সেচ বন্ধ করে দেন প্রতিপক্ষ রতন আলী ও তার ভাই মানিক হোসেন। এতে শুরু হয় দুপক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা। এর জেরে শনিবার দিবাগত রাতে মানিক হোসেনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এ সময় প্রতিপক্ষদের দিকে ছররা গুলি ছোঁড়ে তারা। এতে অন্তত ১৫জন আহত হয়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী সুত্রে জানা যায় যে, ওই গ্রামে খাস সম্পত্তির পুকুর ও জমি নিয়ে দীর্ঘদিন যাবত গোলমাল ছিল ও আদালতে মামলা ছিল। এর আগে মারামারির ঘটনা হত্যার ঘটনা ও ঘটেছিল। তাদের মধ্যে দীর্ঘদিন যাবত এই গোলমাল চলছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে রাতেই আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছররা গুলিতে আহতরা হল, ইব্রাহিম মন্ডল (৩২), এলাহী মন্ডল (২৮), আল আমিন মন্ডল (১৬), নাসিম আলী (২৫), সুজন আলী (১৭), শাকিল (১৮), রফিকুল ইসলাম (৪৮), ফরিদ আলী (৩৮), সুয়েল আলী (২৪), আব্দুল আজিজ (৪৯), মান্নান হোসেন (৫৮), মাসুদ রানা (৩২), শাহাদত আলী (৩৯), হনুফা বেগম (৫২) ও জাকারিয়া হোসেন (১৮)।

আহত এলাহী মন্ডল বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে পানি সেচ বন্ধ করে দিয়েছে মানিক। এ নিয়ে প্রতিবাদ করায় আমাদের ওপর হামলা ও গুলি চালানো হয়েছে।’ আহতের স্বজন রিতা খাতুন জানান, জমিতে পানি দেওয়া নিয়ে গত তিনদিন ধরে বিরোধ চলছিল। হঠাৎ প্রতিপক্ষের পাঁচজন বন্দুক হাতে তাদের ওপর গুলি চালায়। সবাই গুলিবিদ্ধ হয়ে আতঙ্কে মাটিতে পড়ে যান।

স্থানীয় বাসিন্দা মামুন হোসেন বলেন, ‘প্রায় ২০ বছর ধরে কদমকুড়ি জামে মসজিদ কমিটি দখল করে রেখেছে রতন আলী, আবুল হোসেন ও এছার উদ্দিন। মসজিদের কোনো উন্নয়ন তারা করেনি। সম্প্রতি আমরা ছয় ভাই মসজিদের উন্নয়নের এক লাখ টাকা দান করি। সেই টাকার হিসাব চাওয়ায় আমাদের ওপর গুলি চালানো হয়েছে। এঘটনায় রতন আলীর যোগাযোগ করার চেষ্টা করলে কোন সাড়া পাওয়া যায়নি।

তবে তার ভাই মানিক হোসেন গণমাধ্যম কর্মীদের বলেন, ‘জমির মালিকানা বা দখল নিয়ে কোনো ঘটনা নেই। জমির আইল কেটে পানি চলে যাওয়ায় এ সংর্ঘষের ঘটনা ঘটেছে। এখানে মসজিদের হিসাব-নিকাশেরও কোনো ঘটনা নেই।’

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা আলিয়ার নেতৃত্বে রাকিব মন্ডল ও জিনাত

নাটোরে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত অন্তত ১৫ জন

আপডেট সময় : ০৭:৪৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

নাটোর প্রতিনিধি :

নাটোরের সিংড়ায় দু”গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত ১৫জন আহত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের ছোঁড়া ছররা গুলিতে একপক্ষের অনন্ত ১৫ জন আহত হয়েছে। এর মধ্যে ১৩ জন আহতকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কদমকুড়ি গ্রামে জমিতে পানি সেচ দেওয়া নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত ঘটে। এছাড়া সম্প্রতি কদমকুড়ি জামে মসজিদের হিসাব-নিকাশ নিয়েও গ্রামের দুটি পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

গত ৩/৪ দিন আগে ওই গ্রামের ওয়াদুদ ফকিরের জমিতে পানি সেচ বন্ধ করে দেন প্রতিপক্ষ রতন আলী ও তার ভাই মানিক হোসেন। এতে শুরু হয় দুপক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা। এর জেরে শনিবার দিবাগত রাতে মানিক হোসেনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এ সময় প্রতিপক্ষদের দিকে ছররা গুলি ছোঁড়ে তারা। এতে অন্তত ১৫জন আহত হয়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী সুত্রে জানা যায় যে, ওই গ্রামে খাস সম্পত্তির পুকুর ও জমি নিয়ে দীর্ঘদিন যাবত গোলমাল ছিল ও আদালতে মামলা ছিল। এর আগে মারামারির ঘটনা হত্যার ঘটনা ও ঘটেছিল। তাদের মধ্যে দীর্ঘদিন যাবত এই গোলমাল চলছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে রাতেই আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছররা গুলিতে আহতরা হল, ইব্রাহিম মন্ডল (৩২), এলাহী মন্ডল (২৮), আল আমিন মন্ডল (১৬), নাসিম আলী (২৫), সুজন আলী (১৭), শাকিল (১৮), রফিকুল ইসলাম (৪৮), ফরিদ আলী (৩৮), সুয়েল আলী (২৪), আব্দুল আজিজ (৪৯), মান্নান হোসেন (৫৮), মাসুদ রানা (৩২), শাহাদত আলী (৩৯), হনুফা বেগম (৫২) ও জাকারিয়া হোসেন (১৮)।

আহত এলাহী মন্ডল বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে পানি সেচ বন্ধ করে দিয়েছে মানিক। এ নিয়ে প্রতিবাদ করায় আমাদের ওপর হামলা ও গুলি চালানো হয়েছে।’ আহতের স্বজন রিতা খাতুন জানান, জমিতে পানি দেওয়া নিয়ে গত তিনদিন ধরে বিরোধ চলছিল। হঠাৎ প্রতিপক্ষের পাঁচজন বন্দুক হাতে তাদের ওপর গুলি চালায়। সবাই গুলিবিদ্ধ হয়ে আতঙ্কে মাটিতে পড়ে যান।

স্থানীয় বাসিন্দা মামুন হোসেন বলেন, ‘প্রায় ২০ বছর ধরে কদমকুড়ি জামে মসজিদ কমিটি দখল করে রেখেছে রতন আলী, আবুল হোসেন ও এছার উদ্দিন। মসজিদের কোনো উন্নয়ন তারা করেনি। সম্প্রতি আমরা ছয় ভাই মসজিদের উন্নয়নের এক লাখ টাকা দান করি। সেই টাকার হিসাব চাওয়ায় আমাদের ওপর গুলি চালানো হয়েছে। এঘটনায় রতন আলীর যোগাযোগ করার চেষ্টা করলে কোন সাড়া পাওয়া যায়নি।

তবে তার ভাই মানিক হোসেন গণমাধ্যম কর্মীদের বলেন, ‘জমির মালিকানা বা দখল নিয়ে কোনো ঘটনা নেই। জমির আইল কেটে পানি চলে যাওয়ায় এ সংর্ঘষের ঘটনা ঘটেছে। এখানে মসজিদের হিসাব-নিকাশেরও কোনো ঘটনা নেই।’

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এমএস