ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সমালোচনায় কখনো কান দিই না : দীঘি

প্রার্থনা ফারদিন দীঘি (ছবি : সংগৃহীত)

ঢাকাই সিনেমাতে প্রায় ২০ বছরের পথ পাড়ি দিতে চলেছেন প্রার্থনা ফারদিন দীঘি। ২০০৬ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ সিনেমাতে শিশুশিল্প হিসেবে ঢালিউডে তার ক্যারিয়ার শুরু হয়। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন প্রয়াত জনপ্রিয় অভিনেতা মান্না।

এরপর বেশকিছু সিনেমায় শিশু শিল্পী হিসেবে অভিনয় করে প্রশংসা কুড়ান দীঘি। বর্তমানে নায়িকা হিসেবেও কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন, দর্শকের ভালোবাসাও পেয়েছেন।

তবে অভিনেত্রীকে তার কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে মাঝে মধ্যেই সমালোচনার মুখে পড়তে হয়। এ নিয়ে অভিনত্রেী জানালেন, এসব সমালোচনায় কখনো কান দেন না তিনি।

দিঘী বলেন, সমালোচনায় কখনো কান দিই না। তবে যদি সামনে পড়ে যায়, তাহলে শোনা উচিত। মাথা ঘামানো উচিত নয়। যখন নতুন ছিলাম, তখন সমালোচনা আমাকে অনেক বেশি হিট করত।

নায়িকা বলেন, এখন তো সমালোচনা করাটা ট্রেন্ডি হয়ে গেছে। কাউকে নিয়ে নেতিবাচক কথা বললে মনে করেন, তিনি অনেক বোঝেন। অনেক জানেন। অনেকে আরেকজনকে ছোট করে নিজেকে বড় মনে করেন। তারা শোধরানোর জন্য সমালোচনা করেন না।

কাজের ক্ষেত্রে নিজের বাবাকে বড় সমালোচক মানেন দীঘি। সেই সঙ্গে কে এখন তার ভালো চায়, আর কে খারাপ চায়- সেটাও তিনি এখন বুঝতে পারেন।

দীঘির কথায়, আমি এটা বুঝতে পারি, কে আমার ভালো কিংবা খারাপ চান। যদি ভুল শোধরানোর কিছু থাকে, তাহলে বাসায় বাবা আছেন, যিনি আমার সবচেয়ে বড় সমালোচক, কখন কোনটা করা উচিত, তিনিই আমাকে বলে দিতে পারবেন। বাদ বাকিগুলো না কানে শুনি, না গায়ে লাগাই।

এদিকে আসছে ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দীঘি অভিনীত সিনেমা ‘জংলি’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অনলাইন স্ক্যাম ও জালিয়াতি প্রতিরোধে নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ

সমালোচনায় কখনো কান দিই না : দীঘি

আপডেট সময় : ০৯:১৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

ঢাকাই সিনেমাতে প্রায় ২০ বছরের পথ পাড়ি দিতে চলেছেন প্রার্থনা ফারদিন দীঘি। ২০০৬ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ সিনেমাতে শিশুশিল্প হিসেবে ঢালিউডে তার ক্যারিয়ার শুরু হয়। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন প্রয়াত জনপ্রিয় অভিনেতা মান্না।

এরপর বেশকিছু সিনেমায় শিশু শিল্পী হিসেবে অভিনয় করে প্রশংসা কুড়ান দীঘি। বর্তমানে নায়িকা হিসেবেও কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন, দর্শকের ভালোবাসাও পেয়েছেন।

তবে অভিনেত্রীকে তার কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে মাঝে মধ্যেই সমালোচনার মুখে পড়তে হয়। এ নিয়ে অভিনত্রেী জানালেন, এসব সমালোচনায় কখনো কান দেন না তিনি।

দিঘী বলেন, সমালোচনায় কখনো কান দিই না। তবে যদি সামনে পড়ে যায়, তাহলে শোনা উচিত। মাথা ঘামানো উচিত নয়। যখন নতুন ছিলাম, তখন সমালোচনা আমাকে অনেক বেশি হিট করত।

নায়িকা বলেন, এখন তো সমালোচনা করাটা ট্রেন্ডি হয়ে গেছে। কাউকে নিয়ে নেতিবাচক কথা বললে মনে করেন, তিনি অনেক বোঝেন। অনেক জানেন। অনেকে আরেকজনকে ছোট করে নিজেকে বড় মনে করেন। তারা শোধরানোর জন্য সমালোচনা করেন না।

কাজের ক্ষেত্রে নিজের বাবাকে বড় সমালোচক মানেন দীঘি। সেই সঙ্গে কে এখন তার ভালো চায়, আর কে খারাপ চায়- সেটাও তিনি এখন বুঝতে পারেন।

দীঘির কথায়, আমি এটা বুঝতে পারি, কে আমার ভালো কিংবা খারাপ চান। যদি ভুল শোধরানোর কিছু থাকে, তাহলে বাসায় বাবা আছেন, যিনি আমার সবচেয়ে বড় সমালোচক, কখন কোনটা করা উচিত, তিনিই আমাকে বলে দিতে পারবেন। বাদ বাকিগুলো না কানে শুনি, না গায়ে লাগাই।

এদিকে আসছে ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দীঘি অভিনীত সিনেমা ‘জংলি’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।

কেকে