নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা পৌরসভার হাট ইজারার ৩৪ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে।
অভিযুক্ত মনিরুজ্জামান মনির নলডাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আওয়ামীলীগ নেতা মৃত শফির উদ্দিনের ছেলে।
ইজারাদারদের অভিযোগ, হাট ইজারদর সব টাকা মেয়র জমা নিয়ে পরিশোধের রশিদ দিলেও হাট ইজারার টাকা পৌর রাজস্ব খাতে জমা না দিয়ে নিজে আত্মসাৎ করেছেন। অডিট তথ্য সূত্রমতে, হাট ইজারার আদায়কৃত বিগত বাংলা ১৪২৯ সনে ৩০ লাখ ও ১৪৩০ সনে ৪ লাখ টাকা পৌর রাজস্ব হিসাবে জমা করা হয়নি।
এদিকে এসব টাকা উদ্ধারে কোন পদক্ষেপ না নেওয়া হলেও জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে বলে জানান বর্তমান দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক ও নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আশিকুর রহমান।
নলডাঙ্গা পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার পৌরসভা হাট বাংলা ১৪২৯ সনে ফারুক শাহের নামে ৫৬ হাজার ৬৫ লাখ ৫০০ টাকায় ইজারা দেওয়া হয়। সাবেক মেয়র মনিরুজ্জামান মনির সেই টাকা উত্তোলন করে ৫২ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জমা দেন। বাকি ৪ লাখ টাকা রাজস্ব খাতে জমা করেন নি। এ ছাড়া হলুদঘর গ্রামের তায়েজ উদ্দিনের নামে ৯৩ লাখ ৫৫ হাজার ৫৫১ টাকা নলডাঙ্গা হাট ইজারা দেওয়ার চুক্তি হয়। এর মধ্যে ৬৩ লাখ ১২ হাজার ৫৫১ টাকা পৌরসভার রাজস্ব খাতে জমা দিয়েছেন। এই টাকা থেকে ৩০ লাখ ৪৩ হাজার টাকা নিজে আত্মসাৎ করেন। লিজ পাওয়া নলডাঙ্গা হাট ইজারাদার সোহেল বলেন, এই দুই বছরের ইজারা বাবদ সব টাকা জমা দিয়ে মেয়রের কাছ থেকে রশিদ নিয়েছি।
এ বিষয়ে অপসারিত মেয়র মনিরুজ্জামান মনির এর সাথে কয়েকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোনে সংযোগ পাওয়া যায়নি। নলডাঙ্গা পৌরসভার বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রশাসন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান বলেন, আমি দায়িত্ব পাওয়ার পর জানতে পারি অপসারিত সাবেক মেয়রের সময়ে নলডাঙ্গা হাট-বাজার ইজারার দুই বছরের মোট ৪৩ লাখ ৩৪ হাজার টাকা পৌরসভার রাজস্ব খাতে জমা দেওয়া হয়নি। এ বিষয়ে নাটোর জেলা প্রশাসক স্যারকে জানানো হয়েছে।
এমএস