বলিউড অভিনেতা নবাব সাইফ আলি খান নিজের বাড়িতে গত বুধবার গভীর রাতে দুষ্কৃতকারীর হাতে আক্রান্ত হওয়ার পর এখন হাসপাতালে শয্যাশায়ী। দেখা গেছে, অভিনেতাকে কোপানোর পর ক্যামেরার দিকে তাকাতে তাকাতে পালাচ্ছিলেন সেই দুষ্কৃতকারী। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে এসেছে।
অভিযুক্ত যুবক তাকে ছুরি দিয়ে একাধিকবার কোপ মারেন। সেভাবেই সিসিটিভি ফুটেজে হামলাকারীকে কোপাতে দেখা গেছে। ভিডিওটিতে অভিযুক্ত যুবকের মুখ দেখা গেছে। তার পিঠে ছিল একটি ব্যাগ। তিনি সিঁড়ি দিয়ে নামতে নামতে সিসিটিভি ক্যামেরার দিকে তাকাচ্ছিলেন।
একটি ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে ঢুকেছিলেন যুবক। সাইফ তাকে বাধা দিতে গেলে তার ওপর হামলা করা হয়। সাইফের শরীরে ছয়বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, সাইফকে যে দুষ্কৃতকারী হামলা করেছিলেন, তার ছবি প্রকাশ করেছে মুম্বাই পুলিশ। ঘটনার পর কীভাবে যুবক বাড়ি থেকে পালাচ্ছিলেন, সেই ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজে। প্রকাশ্যে এসেছে সেই ভিডিও ফুটেজ। সংবাদ সংস্থা পিটিআই সেই ভিডিও প্রকাশ করেছে। এখনও অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি। তাকে খুঁজছে পুলিশ। মুম্বাইয়ের ‘সৎগুরু শরণ’-এর সাত তলার সিসি ক্যামেরায় তাকে দেখা গেছে। এখনও তার পরিচয় জানা যায়নি।
এদিকে এ ঘটনার তদন্ত করছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। ইতোমধ্যে সাত সদস্যের দলও গঠন করা হয়েছে। এর মধ্যেই সাইফের ওপর হামলার ঘটনায় তার বাড়ির এক পরিচারককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আগে থেকেই হামলাকারী ওই বাড়িতে ঢুকে বসেছিলেন বলে মনে করা হচ্ছে। ছিলেন সাইফের কনিষ্ঠ পুত্রের ঘরে। তার বাড়ির এক পরিচারিকার ওপরেও হামলা হয়েছে।
উল্লেখ্য, মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন সাইফ। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, সাইফের মেরুদণ্ডের খুব কাছে ছুরির আঘাত লেগেছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে। তবে আপাতত বিপদমুক্ত অভিনেতা। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
কেকে