স্বর্ণা সূত্রধর দিপিকা,কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি,
শীতকাল মানেই পিঠাপুলির ধুম। খেজুর গুড়ের মিষ্টি গন্ধে ভাপা পিঠা,নারিকেল দিয়ে ভরা পাটিসাপটা কিংবা দুধের মিষ্টিতে ডোবানো চিতই। ঐতিহ্যের ধারা বজায় রেখে প্রথমবারের মতো কবি নজরুল সরকারি কলেজ পালন হবে শীতকালীন পিঠা উৎসব।
আগামী ১৪ জানুয়ারি মঙ্গলবার কলেজ প্রশাসনের আয়োজনে দুপুর ১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত পালিত হবে শীতকালীন জনপ্রিয় পিঠা উৎসব। কলেজের সকল বিভাগের শিক্ষার্থীদের সহযোগিতায় পালিত হবে এই উৎসব। পিঠা উৎস ঘিরে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
শিক্ষার্থীরা বলেন, প্রথম বারের মতো পিঠা উৎসবকে আনন্দমুখর ও সুশৃঙ্খল ভাবে আয়োজন করতে যাচ্ছি। শীতের আবহাওয়ায় পিঠা উৎসবের আনন্দ ভাগ করে নিতে চায় আমরা। সকল বিভাগের শিক্ষার্থীরা এই উৎসব বাস্তবায়ন করতে ইতিমধ্যে কাজ শুরু করেছে। বিভিন্ন বিভাগের জন্য কলেজ প্রশাসন স্টল বরাদ্দ দিবে।
দর্শন বিভাগের শিক্ষার্থী সাইমা বলেন, পিঠা উৎসব হওয়ায় বিভিন্ন ধরনের পিঠার স্বাদ নিতে পারব এবং নতুন পিঠার সাথে পরিচিত হতে পারবো।
এই বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান জানান,পিঠা উৎসব এর আগে কখনো এই কলেজ পালন করা হয়নি। সব কলেজে প্রতি বছর শীতককলে পিঠা উৎসব পালন করে থাকে। এ বছর শিক্ষার্থীদের উদ্যােগে কলেজ প্রশাসন পিঠা উৎসবের আয়োজন করেছে। সব রকম ভাবে পাশে আছে কলেজ কর্তৃপক্ষ এবং প্রতি ডিপার্টমেন্টকে একটি করে স্টোলের বরাদ্দ দেয়া হবে, যাতে শিক্ষার্থীরা নানান রকমের পিঠা নিয়ে স্টোল সাজাতে পারে।
এমএস