ঝিনাইদহে মটর সাইকেলে ফেনসিডিল নিয়ে যাওয়ার পথে ইজিবাইকের ধাক্কায় ২০০ বোতল ফেনসিডিল গড়িয়ে পড়ে মাটিতে।এতে মটর সাইকেল আরহী মাদক ব্যবসায়ীর পা ভেঙ্গে যায় ।
স্থানীয়দের থেকে জানা যায় আজ (৩ জানুয়ারি) ঝিনাইদহের কালিগঞ্জ লাউতলা এলকায় মটর সাইকেল যোগে যাওয়ার সময় ইজিবাইকের সাথে ধাক্কা লেগে পড়ে যায় এক ব্যক্তি। উদ্ধারে স্থানীয়রা এগিয়ে আসলে দেখতে পান রাস্তায় পড়ে আছে এক ব্যক্তি ।
উদ্ধারের সময় বাইকের পেছনে কার্টুন দেখতে পান। তারা থাকা কার্টুন টি কেটে দেখেন তার মধ্যে প্রায় 200 পিস ফেনসিডিল রয়েছে।
পরে স্থানীয়রা কালিগঞ্জ থানায় খবর দিলে থানা পুলিশ মাদক সহ তাকে গ্রেফতার করে হেফাজতে নেয়।
আল ইয়ামিন আবির/এমএস