নাটোর শহরের কানাইখালী জেলে পাড়া এলাকায় শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের দান বাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে নাটোর শহরের কানাইখালি জেলেপাড়া শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে এই চুরির ঘটনা ঘটে। তবে দান বাক্সে কত টাকা ছিল তা জানাতে পারেনি মন্দির কমিটি।
উক্ত ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ।মন্দির কমিটির সদস্য জগন্নাথ সরকার ও স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতে মন্দির বন্ধ করে চলে যায় কমিটির সদস্যরা। সকালে ভক্তরা মন্দিরে গিয়ে দান বাক্স ভাঙা অবস্থায় দেখে মন্দির কমিটির সদস্যদের খবর দেয়। পরে তারা সহ স্থানীয়রা এসে ঘটনাটি দেখে পুলিশে খবর দেয়।খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়দের সাথে কথা বলেছেন। বিষয়টি নিয়ে তারা কাজ করছেন। এই চুরির রহস্য অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
মনিরুল ইসলাম/এমএস