ঢাকা ০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে এইচ এম পিভি ভাইরাস শনাক্ত ,আক্রান্ত ২ নাটোরে রাতের বেলা বিদ্যালয়ের তালা ভেঙ্গে চুরি – নথিপত্র লুট চোখের আলো ফেরাতে মার্কিন নাগরিকের উদ্যোগ শীতকালে তুলসির মিশ্রণ খাওয়ার যত উপকার, সারবে সর্দি-কাশিসহ নানা রোগ ৯ ব্যাংকে বড় নিয়োগ, সিনিয়র অফিসারের পদ ১,৫৫৪ স্নাতক পাসে ওয়ান ব্যাংক পিএলসিতে চাকরি, নিয়োগ নেবে ৫০ জন টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী হিজবুল্লাহ ‘সব চ্যালেঞ্জের জন্য প্রস্তুত’, নতুন প্রধানকে হুঁশিয়ারি দিল ইসরাইল নেতানিয়াহুর জন্য হুমকি এরদোয়ানের রমজানে ঢাকার ১০০ পয়েন্টে ন্যায্যমূল্যে বিক্রি হবে ডিম-মুরগি ও কৃষিজাতপণ্য

ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ নিয়ে ‍যা বললেন সাবেক প্রেমিক বিবেক ওবেরয়

ছবিঃ সংগৃহীত

বিরহের অভিজ্ঞতা নেই, এমন মানুষ কমই রয়েছে। তবে চিরকালের মতো সঙ্গীকে পৃথিবী থেকে বিদায় জানানো মোটেই সহজ নয়। বুকে পাথর রেখে পৃথিবীর অমোঘ নিয়তির কাছে নতিস্বীকার করেছিলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। টানা ছ’ বছর সম্পর্কে থাকার পরে প্রেমিকাকে বিদায় জানিয়েছিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই এক মর্মান্তিক ও তিক্ত অভজ্ঞতার কথা জানালেন এই অভিনেতা।

বিবেক জানান, তখনো অভিনয় জগতে পা রাখেননি তিনি। প্রেমিকার বয়স তখন মাত্র ১৭ বছর। কিশোর বয়স থেকে বন্ধুত্ব ও প্রেমের সূচনা। প্রেমিকার সঙ্গে সংসার ও সারা জীবন একসঙ্গে কাটানোর স্বপ্ন দেখেছিলেন বিবেক। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেছে। প্রেমিকার মৃত্যুর পরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন অভিনেতা।

বিবেক বলেছেন, আমি স্থির করেছিলাম এই মেয়েটাই আমার জীবনের সব কিছু। ওর সঙ্গে এক কলেজে পড়ব, বিয়ে করব। আমাদের সন্তান হবে। একসঙ্গে জীবন কাটানোর সব পরিকল্পনা করে ফেলেছিলাম আমি।

কিন্তু একদিন বিবেক জানতে পারেন, তার প্রেমিকা ব্লাড ক্যানসারে আক্রান্ত এবং তিনি অন্তিম পর্যায়ে রয়েছেন। অভিনেতার কথায়, আমি ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। ওর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি। জানতে পারি, ও হাসপাতালে ভর্তি। আমি ছুটে যাই। আমাদের পাঁচ-ছয় বছরের সম্পর্ক ছিল। ওর অসুখের কথা জেনে আমি ভেঙে পড়েছিলাম। আমরা সবাই বহু চেষ্টা করেছিলাম। কিন্তু দু’মাসের মধ্যে ওর মৃত্যু হয়।

এর বেশ কয়েক বছর পরে বলিউডে আগমন বিবেকের। তারপরে ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি। বর্তমানে তিনি প্রিয়াঙ্কা আলভার সঙ্গে বিবাহিত। ২০১০ সালে গাঁটছড়া বেঁধেছিলেন তারা।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

ভারতে এইচ এম পিভি ভাইরাস শনাক্ত ,আক্রান্ত ২

ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদ নিয়ে ‍যা বললেন সাবেক প্রেমিক বিবেক ওবেরয়

আপডেট সময় : ০৫:১৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

বিরহের অভিজ্ঞতা নেই, এমন মানুষ কমই রয়েছে। তবে চিরকালের মতো সঙ্গীকে পৃথিবী থেকে বিদায় জানানো মোটেই সহজ নয়। বুকে পাথর রেখে পৃথিবীর অমোঘ নিয়তির কাছে নতিস্বীকার করেছিলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। টানা ছ’ বছর সম্পর্কে থাকার পরে প্রেমিকাকে বিদায় জানিয়েছিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই এক মর্মান্তিক ও তিক্ত অভজ্ঞতার কথা জানালেন এই অভিনেতা।

বিবেক জানান, তখনো অভিনয় জগতে পা রাখেননি তিনি। প্রেমিকার বয়স তখন মাত্র ১৭ বছর। কিশোর বয়স থেকে বন্ধুত্ব ও প্রেমের সূচনা। প্রেমিকার সঙ্গে সংসার ও সারা জীবন একসঙ্গে কাটানোর স্বপ্ন দেখেছিলেন বিবেক। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেছে। প্রেমিকার মৃত্যুর পরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন অভিনেতা।

বিবেক বলেছেন, আমি স্থির করেছিলাম এই মেয়েটাই আমার জীবনের সব কিছু। ওর সঙ্গে এক কলেজে পড়ব, বিয়ে করব। আমাদের সন্তান হবে। একসঙ্গে জীবন কাটানোর সব পরিকল্পনা করে ফেলেছিলাম আমি।

কিন্তু একদিন বিবেক জানতে পারেন, তার প্রেমিকা ব্লাড ক্যানসারে আক্রান্ত এবং তিনি অন্তিম পর্যায়ে রয়েছেন। অভিনেতার কথায়, আমি ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। ওর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি। জানতে পারি, ও হাসপাতালে ভর্তি। আমি ছুটে যাই। আমাদের পাঁচ-ছয় বছরের সম্পর্ক ছিল। ওর অসুখের কথা জেনে আমি ভেঙে পড়েছিলাম। আমরা সবাই বহু চেষ্টা করেছিলাম। কিন্তু দু’মাসের মধ্যে ওর মৃত্যু হয়।

এর বেশ কয়েক বছর পরে বলিউডে আগমন বিবেকের। তারপরে ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি। বর্তমানে তিনি প্রিয়াঙ্কা আলভার সঙ্গে বিবাহিত। ২০১০ সালে গাঁটছড়া বেঁধেছিলেন তারা।

কেকে