ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘স্কুইড গেম টু’ সিরিজ নিয়ে তোলপাড় সারাবিশ্ব, আসছে নতুন সিক্যুয়েল শীতের দিন শরীর উষ্ণ রাখে, যে তিন পুষ্টিকর খাবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অটো রিক্সার নিচে চাপা পড়ে ৮বছরের শিশু নিহত ওলমোর নিবন্ধন নিয়ে জটিলতায় বার্সেলোনা, অসন্তুষ্ট বার্সা কোচ ঝিনাইদহে মটরসাইকেলে ফেনসিডিল নিয়ে যাওয়ার পথে এক্সিডেন্ট করে ২০০ বোতল ফেনসিডিল গড়িয়ে পড়ে রাস্তায় প্রজন্মের পর প্রজন্ম জানে না ভোট কী : মির্জা ফখরুল এবার নাচ-গান হাসি-ঠাট্টা আর মূর্খের সংসদ হবে না: ডা. শফিকুর রহমান বিষ প্রয়োগে বাশার আল-আসাদকে হত্যাচেষ্টা করে রাশিয়া ক্যালিফোর্নিয়ায় ভবনের ওপর আছড়ে পড়ে বিধ্বস্ত বিমান, নিহত ২ ডিবি হারুনের বিরুদ্ধে হত্যা মামলা সবচেয়ে বেশি

আমরা জোর করে নারীকে বোরকা পরাব না: ডা. শফিকুর রহমান

ছবিঃ সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৫ বছরে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে; যা বাংলাদেশের বার্ষিক বাজেটের ৫ গুণ। আমরা এমন এক দেশ চাই। যে দেশে কোনো ভেদাভেদ থাকবে নাহ। দুর্নীতি টেন্ডারবাজি থাকবে না। এ সমাজের প্রত্যেকটি মানুষ প্রত্যেককে সম্মান করবে। যে দেশে আমার মায়েরা ইজ্জতের নিরাপত্তার সঙ্গে কর্মক্ষেত্রে কাজ করবে। আমরা জোর করে নারীকে বোরকা পরাব না। এ সমাজে অনেক অমুসলিমও আছে। মুসলমানদের মধ্যে যারা পর্দা করবে না তাদের আমরা বোঝাব। আমরা মেজরিটি মাইনরিটির পার্থক্য মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাই। আগামীর বাংলাদেশ আমরা তরুণদের হাতে তুলে দিতে চাই।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় মিঠাপুকুর কলেজ মাঠে জামায়াত আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

মিঠাপুকুর উপজেলা আমির আসাদুজ্জামান শিমুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত আব্দুল আলিম, রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রাব্বানী, রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক।

ডা. শফিকুর রহমান বলেন, বৈষম্যের বিরুদ্ধে আমাদের সন্তানেরা গর্জে উঠেছে। আমরা সন্তানদের অঙ্গীকার পূরণে প্রতিজ্ঞাবদ্ধ। আওয়ামী লীগ সব চেয়ে বড় আঘাত করেছে বিচার বিভাগের ওপর। বিচার বিভাগকে ব্যবহার করে বিভিন্ন দল ও ব্যক্তিকে অপমানিত করেছে। মানবতার এই বেইজ্জতি আমরা চাই না।

শহিদ আবু সাঈদের কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, তাকে গুলি করা হয়েছে। তার প্রত্যেক ফোটা রক্ত কথা বলছে। তখন যুবকরা রাস্তায় নেমেছে বলেছে বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। তার পথ ধরে রাস্তায় নেমেছিল লাখ লাখ তরুণ-তরুণী। ১০ মাসের শিশু নিয়ে মাও এসেছিলেন রাস্তায়।

এর আগে উত্তরবঙ্গ সফর উপলক্ষে রংপুরের পীরগঞ্জ পৌর শহরে পথসভায় বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান।

পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সাবেক আমীর সহকারী অধ্যাপক একেএম ইদ্রিস আলী ও উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মোহাম্মদ মেছবাউল হকের সঞ্চালনায় সেখানে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, রংপুর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রব্বানী, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আমিন প্রমুখ।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

‘স্কুইড গেম টু’ সিরিজ নিয়ে তোলপাড় সারাবিশ্ব, আসছে নতুন সিক্যুয়েল

আমরা জোর করে নারীকে বোরকা পরাব না: ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ১১:৩৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৫ বছরে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে; যা বাংলাদেশের বার্ষিক বাজেটের ৫ গুণ। আমরা এমন এক দেশ চাই। যে দেশে কোনো ভেদাভেদ থাকবে নাহ। দুর্নীতি টেন্ডারবাজি থাকবে না। এ সমাজের প্রত্যেকটি মানুষ প্রত্যেককে সম্মান করবে। যে দেশে আমার মায়েরা ইজ্জতের নিরাপত্তার সঙ্গে কর্মক্ষেত্রে কাজ করবে। আমরা জোর করে নারীকে বোরকা পরাব না। এ সমাজে অনেক অমুসলিমও আছে। মুসলমানদের মধ্যে যারা পর্দা করবে না তাদের আমরা বোঝাব। আমরা মেজরিটি মাইনরিটির পার্থক্য মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাই। আগামীর বাংলাদেশ আমরা তরুণদের হাতে তুলে দিতে চাই।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় মিঠাপুকুর কলেজ মাঠে জামায়াত আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

মিঠাপুকুর উপজেলা আমির আসাদুজ্জামান শিমুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত আব্দুল আলিম, রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রাব্বানী, রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক।

ডা. শফিকুর রহমান বলেন, বৈষম্যের বিরুদ্ধে আমাদের সন্তানেরা গর্জে উঠেছে। আমরা সন্তানদের অঙ্গীকার পূরণে প্রতিজ্ঞাবদ্ধ। আওয়ামী লীগ সব চেয়ে বড় আঘাত করেছে বিচার বিভাগের ওপর। বিচার বিভাগকে ব্যবহার করে বিভিন্ন দল ও ব্যক্তিকে অপমানিত করেছে। মানবতার এই বেইজ্জতি আমরা চাই না।

শহিদ আবু সাঈদের কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, তাকে গুলি করা হয়েছে। তার প্রত্যেক ফোটা রক্ত কথা বলছে। তখন যুবকরা রাস্তায় নেমেছে বলেছে বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। তার পথ ধরে রাস্তায় নেমেছিল লাখ লাখ তরুণ-তরুণী। ১০ মাসের শিশু নিয়ে মাও এসেছিলেন রাস্তায়।

এর আগে উত্তরবঙ্গ সফর উপলক্ষে রংপুরের পীরগঞ্জ পৌর শহরে পথসভায় বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান।

পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সাবেক আমীর সহকারী অধ্যাপক একেএম ইদ্রিস আলী ও উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মোহাম্মদ মেছবাউল হকের সঞ্চালনায় সেখানে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, রংপুর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রব্বানী, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আমিন প্রমুখ।

কেকে