ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রিটিশ আমেরিকান সেন্টারে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আলবেনিয়ায় নিষিদ্ধ করা হয়েছে টিকটক বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন মিঠুন চক্রবর্তী রাশিয়া-যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশের সম্পর্ক স্বাভাবিক করতে শর্ত দিলেন পুতিন কনসার্টের মঞ্চে হাসিনার বিচার দাবি, ঐক্যবদ্ধ থাকার আহ্বান সারজিস আলমের শিক্ষক নিয়োগে অনিয়মে বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে দিয়েছে: শিক্ষা উপদেষ্টা ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিতুমীর কলেজ শিক্ষার্থীর জীবন বাঁচাতে প্রয়োজন ১০ লাখ টাকা লালপুরে স্কুলের জায়গা দখল করে নির্মাণ হচ্ছে ওয়ার্ড বিএনপি’র কার্যালয় লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাংবাদিকের ছেলের মৃত্যু

স্টাইলিস্ট দেখাতে ব্যবহার করুন সানগ্লাস

ছবিঃ সংগৃহীত

আপনি নিজেকে স্মার্ট দেখাতে চান, চালচলন ফ্যাশনে নতুনত্ব আনতে চান, নিজেকে আইকনিক হিসেবে গড়ে তুলতে চান। বিনোদন জগতের তারকাদের মতো স্টাইলিস্ট হিসেবে দেখতে চান, তাহলে ফ্যাশনসচেতন হোন। নিজেকে গড়ুন অনন্য উচ্চতায়।

আর হ্যা ফ্যাশনসচেতনের প্রধান আকর্ষণ হলো সানগ্লাস। আপনাকে প্রথমেই সানগ্লাসের কথা ভাবতে হবে। আপনি যখনই স্টাইল বা ফ্যাশনের ব্যাপারটি মাথায় নিয়ে আসবেন, সবার আগে সানগ্লাস। এটিকে নিতান্তই স্টাইলিশ মনে করেন অধিকাংশ মানুষ। তবে তারা হয়তো জানেন না, ফ্যাশন নয়; বরং চোখ রক্ষায় সানগ্লাসের গুরুত্ব অপরিসীম। সূর্যের অতিবেগুনি রশ্মির বিরুদ্ধে সম্পূর্ণ সুরক্ষা সরবরাহ করে সানগ্লাস। ত্বকের ক্যানসার থেকে শুরু করে ছানি ও গ্লুকোমাসহ চোখের নানা ধরনের সমস্যা থেকে রক্ষা করে সানগ্লাস।

বাজারে সানগ্লাসের সমারোহ। অসংখ্য ব্র্যান্ডের সানগ্লাসের মধ্যে আপনি কোনটি বেছে নেবেন, তা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। কোনটি আপনার চোখে ভালো লাগবে, তা বুঝতে হলে যাচাই-বাছাই করতে হবে। সানগ্লাস কেনার সময় সচরাচর করা ভুলগুলোও এড়িয়ে চলতে হবে।

জানতে হবে সানগ্লাসের ফ্রেম। ফ্রেম সম্পর্কে না বুঝে কেনা ঠিক হবে না। সানগ্লাসের ফ্রেমের উপাদান খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই উপকরণের ওপর সানগ্লাসের দাম নির্ভর করে। তাই সানগ্লাস কেনার আগে ফ্রেমের উপকরণের বিষয়ে জেনে নিলে অযথা বেশি অর্থ ব্যয় হবে না।

টিটেনিয়াম ফ্রেম সানগ্লাসের দাম সবচেয়ে বেশি। এতে স্ক্র্যাচ নিরোধক কোটিং দেওয়া থাকে। সাধারণত প্লাস্টিকের তৈরি সানগ্লাসগুলো টিটেনিয়ামের তৈরি ফ্রেমের চেয়ে দামে সস্তা হয়ে থাকে। তবে সব প্লাস্টিক ফ্রেমের সানগ্লাসই যে কম দামের, তা নয়। প্লাস্টিকের মধ্যেও আবার তিন রকমের আছে। খেলাধুলার সময় পরার উপযোগী সানগ্লাসগুলোর ফ্রেম নাইলনের হয়ে থাকে। মেটাল ফ্রেমের সানগ্লাস বেশ দামি হলেও টেকসই হয় না।

আর যে কোনো একটি সানগ্লাস পছন্দ হলেই কিনে ফেলবেন না। আগে দেখে নিন, তাতে ইউভি বা অতিবেগুনি রশ্মি থেকে চোখ রক্ষা করার সুবিধা আছে কিনা। ইউভি প্রোটেকশন আছে, এমন সানগ্লাস কিনুন।

এ ছাড়া মুখের ধরন না বুঝে কেনা ঠিক নয়। অন্যের চোখে সানগ্লাসটি বেশ মানিয়েছে বলেই যে আপনাকেও মানাবে, তা নয়। মুখের আকার বড় হলে বড় সানগ্লাস, ছোট হলে ছোট সানগ্লাস—সূত্রটা এ রকমই সরল।

সানগ্লাস কেনার সময় অবশ্যই খেয়াল করে দেখতে হবে যে, চোখের পাপড়ি সানগ্লাসের লেন্সকে স্পর্শ করছে কিনা। যদি স্পর্শ করে, তাহলে বুঝতে হবে সানগ্লাসটি আপনার চোখে ঠিকমতো ফিট হয়নি। লেন্সের সঙ্গে চোখের পাপড়ির দূরত্ব থাকলে তবেই সানগ্লাস কেনা উচিত।

আর ফ্রেমের বাইরে চোখ এমন সানগ্লাস কেনা ঠিক হবে না। কারণ কিছু কিছু সানগ্লাসের ফ্রেমের আকার গোল বা তিন কোনা হয়। এ ধরনের সানগ্লাসের ফ্রেম খুব ছোট হলে বাইরে থেকে চোখ দেখা যায়। চোখের চারপাশের ত্বক বেশ স্পর্শকাতর হয়। তাই চোখ ও এর চারপাশের ত্বকের সুরক্ষা নিয়েও ভাবতে হবে। তাই সব সময় ট্রেন্ড অনুসরণ না করে চোখের সুরক্ষার জন্য বড় ফ্রেমের সানগ্লাস কিনুন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

ব্রিটিশ আমেরিকান সেন্টারে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

স্টাইলিস্ট দেখাতে ব্যবহার করুন সানগ্লাস

আপডেট সময় : ০৬:৪৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

আপনি নিজেকে স্মার্ট দেখাতে চান, চালচলন ফ্যাশনে নতুনত্ব আনতে চান, নিজেকে আইকনিক হিসেবে গড়ে তুলতে চান। বিনোদন জগতের তারকাদের মতো স্টাইলিস্ট হিসেবে দেখতে চান, তাহলে ফ্যাশনসচেতন হোন। নিজেকে গড়ুন অনন্য উচ্চতায়।

আর হ্যা ফ্যাশনসচেতনের প্রধান আকর্ষণ হলো সানগ্লাস। আপনাকে প্রথমেই সানগ্লাসের কথা ভাবতে হবে। আপনি যখনই স্টাইল বা ফ্যাশনের ব্যাপারটি মাথায় নিয়ে আসবেন, সবার আগে সানগ্লাস। এটিকে নিতান্তই স্টাইলিশ মনে করেন অধিকাংশ মানুষ। তবে তারা হয়তো জানেন না, ফ্যাশন নয়; বরং চোখ রক্ষায় সানগ্লাসের গুরুত্ব অপরিসীম। সূর্যের অতিবেগুনি রশ্মির বিরুদ্ধে সম্পূর্ণ সুরক্ষা সরবরাহ করে সানগ্লাস। ত্বকের ক্যানসার থেকে শুরু করে ছানি ও গ্লুকোমাসহ চোখের নানা ধরনের সমস্যা থেকে রক্ষা করে সানগ্লাস।

বাজারে সানগ্লাসের সমারোহ। অসংখ্য ব্র্যান্ডের সানগ্লাসের মধ্যে আপনি কোনটি বেছে নেবেন, তা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। কোনটি আপনার চোখে ভালো লাগবে, তা বুঝতে হলে যাচাই-বাছাই করতে হবে। সানগ্লাস কেনার সময় সচরাচর করা ভুলগুলোও এড়িয়ে চলতে হবে।

জানতে হবে সানগ্লাসের ফ্রেম। ফ্রেম সম্পর্কে না বুঝে কেনা ঠিক হবে না। সানগ্লাসের ফ্রেমের উপাদান খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই উপকরণের ওপর সানগ্লাসের দাম নির্ভর করে। তাই সানগ্লাস কেনার আগে ফ্রেমের উপকরণের বিষয়ে জেনে নিলে অযথা বেশি অর্থ ব্যয় হবে না।

টিটেনিয়াম ফ্রেম সানগ্লাসের দাম সবচেয়ে বেশি। এতে স্ক্র্যাচ নিরোধক কোটিং দেওয়া থাকে। সাধারণত প্লাস্টিকের তৈরি সানগ্লাসগুলো টিটেনিয়ামের তৈরি ফ্রেমের চেয়ে দামে সস্তা হয়ে থাকে। তবে সব প্লাস্টিক ফ্রেমের সানগ্লাসই যে কম দামের, তা নয়। প্লাস্টিকের মধ্যেও আবার তিন রকমের আছে। খেলাধুলার সময় পরার উপযোগী সানগ্লাসগুলোর ফ্রেম নাইলনের হয়ে থাকে। মেটাল ফ্রেমের সানগ্লাস বেশ দামি হলেও টেকসই হয় না।

আর যে কোনো একটি সানগ্লাস পছন্দ হলেই কিনে ফেলবেন না। আগে দেখে নিন, তাতে ইউভি বা অতিবেগুনি রশ্মি থেকে চোখ রক্ষা করার সুবিধা আছে কিনা। ইউভি প্রোটেকশন আছে, এমন সানগ্লাস কিনুন।

এ ছাড়া মুখের ধরন না বুঝে কেনা ঠিক নয়। অন্যের চোখে সানগ্লাসটি বেশ মানিয়েছে বলেই যে আপনাকেও মানাবে, তা নয়। মুখের আকার বড় হলে বড় সানগ্লাস, ছোট হলে ছোট সানগ্লাস—সূত্রটা এ রকমই সরল।

সানগ্লাস কেনার সময় অবশ্যই খেয়াল করে দেখতে হবে যে, চোখের পাপড়ি সানগ্লাসের লেন্সকে স্পর্শ করছে কিনা। যদি স্পর্শ করে, তাহলে বুঝতে হবে সানগ্লাসটি আপনার চোখে ঠিকমতো ফিট হয়নি। লেন্সের সঙ্গে চোখের পাপড়ির দূরত্ব থাকলে তবেই সানগ্লাস কেনা উচিত।

আর ফ্রেমের বাইরে চোখ এমন সানগ্লাস কেনা ঠিক হবে না। কারণ কিছু কিছু সানগ্লাসের ফ্রেমের আকার গোল বা তিন কোনা হয়। এ ধরনের সানগ্লাসের ফ্রেম খুব ছোট হলে বাইরে থেকে চোখ দেখা যায়। চোখের চারপাশের ত্বক বেশ স্পর্শকাতর হয়। তাই চোখ ও এর চারপাশের ত্বকের সুরক্ষা নিয়েও ভাবতে হবে। তাই সব সময় ট্রেন্ড অনুসরণ না করে চোখের সুরক্ষার জন্য বড় ফ্রেমের সানগ্লাস কিনুন।

কেকে