নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা শিক্ষকদের সম্মাননা প্রদান করেছেন।
২০ ডিসেম্বর (শুক্রবার) “প্রজন্ম জানুক-শিক্ষকরাই প্রজন্মের বাতিঘর” এই স্লোগান নিয়ে প্রিয় শিক্ষক সম্মেলন-১০২৪ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সাবেক ১৭ জন ও বর্তমান ১৪ জন শিক্ষককে ক্রেস্ট -চাদর ও উত্তরীয় প্রদান করেন ব্রহ্মপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজোয়ানুল হালিমের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আব্দুস সাত্তার সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান ও সাবেক প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী ।
উক্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, এ আয়োজনের মূল লক্ষ্য হলো শিক্ষক সমাজের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শন করা।
শিক্ষার্থীদের এই আদর্শিক উদ্যোগ নতুনদের উদ্ভুদ্ধ করবে এবং নব যুগের সূচনা করতে উদাহরণ হয়ে থাকবে বলে তারা মনে করেন।
শিক্ষকের শ্রম, সাধনা ও ত্যাগের মূল্যায়নে এ উদ্যোগ নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিবে। শিক্ষার্থীরা আরোও বলেন, তারা এ বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করে নিজেদের আলোকিত করেছেন। তাদের এ উদ্যোগ শিক্ষকের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের একটি অবিস্মরণীয় স্বাক্ষী হয়ে থাকবে। শিক্ষামূলক সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে শিক্ষকরা তাদের অতীতে কাটানো সময়ের স্মৃতিচারণ করেন।