ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলকাতার মতো শহর পৃথিবীতে নেই : জয়া আহসান চলতি মাসেই জুলাই সনদ প্রকাশ করতে হবে : রাশেদ প্রধান জুলাই সনদ নিয়ে টালবাহানা সহ্য করা হবে না : নাহিদ ইসলাম সংস্কারবিহীন কোনো নির্বাচন জামায়াত গ্রহণ করবে না: তাহের দুঃখিত, এবার আর তা হবে না: প্রেস সচিব জুলাই অভ‍্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা স্বৈরাচারের লক্ষণ দেখামাত্রই যেন বিনাশ করতে পারি: প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র দেবে অন্তর্বর্তী সরকার, কোনো দল বা ব্যক্তি নয় : জুলাই ঐক্য পদ্মা সেতুর মামলার প্রতিবেদন গায়ের জোরে দিয়েছে বিগত কমিশন : দুদক চেয়ারম্যান সবুজ পৃথিবী চাই: বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা আলিয়ার বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব ইজতেমা ঘিরে সাদ-জুবায়েরপন্থিদের দুই পক্ষের পালটাপালটি মামলা

ছবিঃ সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করেছে। দুই পক্ষ পালটাপালটি মামলা করেছে।

জোড় ইজতেমা নিয়ে বিরোধের জেরে সাদপন্থিদের শীর্ষ মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ১৫ জনের নামে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেছেন শুরায়ে নেজামের (জুবায়েরপন্থি) মোহাম্মদ হোসেন নামে এক সাথি। সোমবার শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান যুগান্তরকে মামলার বিষয়টি নিশ্চিত করেন। রোববার মামলাটি করা হয়।

মামলায় আসামিরা হলেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ মনসুর, মাওলানা মোয়াজ বিন নূর, মাওলানা জিয়া বিন কাসেম, মুফতি আজিমুদ্দিন, মুফতি ওসামা ইসলাম, মুফতি সৈয়দ আনোয়ার আবদুল্লাহ, মুফতি সফীউল্লাহ, মাওলানা আনাস, বসির শিকদার, মোহাম্মদ মনির হোসেন তুষার ওরফে হাজি মনির, ইঞ্জিনিয়ার মুহিবুল্লাহ, রেজা আরিফ, আতাউর রহমান ও অ্যাডভোকেট ফরিদ।

মামলার বিবরণে বলা হয়, আসামিরা বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে গুরুতর আঘাত করে সড়ক পরিবহণ আইনে অপরাধ করেছেন।

এদিকে ১২ ডিসেম্বর দুপুরে জুবায়েরপন্থিরা ২০১৮ সালে ইজতেমায় দুই মুসলি­ নিহতের ঘটনায় সাদপন্থিদের অভিযুক্ত করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিচার দাবি করেন। এ সময় সাদপন্থিরা স্টেশন রোড অতিক্রম করার সময় হামলার ঘটনা ঘটলে সাদপন্থিদের ৫ জন আহত এবং একটি গাড়ি ভাঙচুর করা হয়।

এ ঘটনায় সাদপন্থি সাথি শিহাব উদ্দিন বাদী হয়ে পথরোধ করে আঘাত, হত্যাচেষ্টা ও ভাঙচুরের অভিযোগে একই থানায় জুবায়েরপন্থিদের ৩৪ জনকে শনাক্ত ও ৩০/৪০ জনকে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে মামলা করেন। মামলায় জুবায়েরপন্থিদের মুরুব্বি মাহফুজ হান্নান (৫০) ও মেজবাহ উদ্দিনকে (৫৫) আসামি করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান যুগান্তরকে বলেন, দুই পক্ষের দুটি মামলা রেকর্ড হয়েছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কলকাতার মতো শহর পৃথিবীতে নেই : জয়া আহসান

বিশ্ব ইজতেমা ঘিরে সাদ-জুবায়েরপন্থিদের দুই পক্ষের পালটাপালটি মামলা

আপডেট সময় : ১০:২২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করেছে। দুই পক্ষ পালটাপালটি মামলা করেছে।

জোড় ইজতেমা নিয়ে বিরোধের জেরে সাদপন্থিদের শীর্ষ মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ১৫ জনের নামে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেছেন শুরায়ে নেজামের (জুবায়েরপন্থি) মোহাম্মদ হোসেন নামে এক সাথি। সোমবার শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান যুগান্তরকে মামলার বিষয়টি নিশ্চিত করেন। রোববার মামলাটি করা হয়।

মামলায় আসামিরা হলেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ মনসুর, মাওলানা মোয়াজ বিন নূর, মাওলানা জিয়া বিন কাসেম, মুফতি আজিমুদ্দিন, মুফতি ওসামা ইসলাম, মুফতি সৈয়দ আনোয়ার আবদুল্লাহ, মুফতি সফীউল্লাহ, মাওলানা আনাস, বসির শিকদার, মোহাম্মদ মনির হোসেন তুষার ওরফে হাজি মনির, ইঞ্জিনিয়ার মুহিবুল্লাহ, রেজা আরিফ, আতাউর রহমান ও অ্যাডভোকেট ফরিদ।

মামলার বিবরণে বলা হয়, আসামিরা বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে গুরুতর আঘাত করে সড়ক পরিবহণ আইনে অপরাধ করেছেন।

এদিকে ১২ ডিসেম্বর দুপুরে জুবায়েরপন্থিরা ২০১৮ সালে ইজতেমায় দুই মুসলি­ নিহতের ঘটনায় সাদপন্থিদের অভিযুক্ত করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিচার দাবি করেন। এ সময় সাদপন্থিরা স্টেশন রোড অতিক্রম করার সময় হামলার ঘটনা ঘটলে সাদপন্থিদের ৫ জন আহত এবং একটি গাড়ি ভাঙচুর করা হয়।

এ ঘটনায় সাদপন্থি সাথি শিহাব উদ্দিন বাদী হয়ে পথরোধ করে আঘাত, হত্যাচেষ্টা ও ভাঙচুরের অভিযোগে একই থানায় জুবায়েরপন্থিদের ৩৪ জনকে শনাক্ত ও ৩০/৪০ জনকে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে মামলা করেন। মামলায় জুবায়েরপন্থিদের মুরুব্বি মাহফুজ হান্নান (৫০) ও মেজবাহ উদ্দিনকে (৫৫) আসামি করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান যুগান্তরকে বলেন, দুই পক্ষের দুটি মামলা রেকর্ড হয়েছে।

কেকে