রাজশাহীর চারঘাটে প্রেমের সম্পর্ক করে বিয়ের প্রলোভনে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এ অভিযোগে স্কুলছাত্রীর পিতার দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে ওই ছাত্রীর সহপাঠীকে (১৬)।
মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত ওই ছাত্রকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নবম শ্রেণির ছাত্রীর সঙ্গে একই শ্রেণির এক ছাত্রের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জের ধরে সোমবার রাতে ওই ছাত্র তার প্রেমিকাকে কৌশলে তার নিজ বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। আশপাশের লোকজন বুঝতে পেরে দরজা ধাক্কাধাক্কি করলে বাড়ি থেকে পালিয়ে যায় ওই ছাত্র। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে সোপর্দ করেন।
পরে মেয়েটির পিতা বাদী হয়ে ওই ছাত্রকে প্রধান আসামি করে সোমবার রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারঘাট মডেল থানায় মামলা করেন। ওই মামলায় অভিযান চালিয়ে পুঠিয়া উপজেলার দীঘলকান্দী গ্রামে তার নিজ বাড়ি থেকে ওই ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিম স্কুলছাত্রীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কেকে