ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার ভুলে আমিমুল ইহসান হল হয়ে গেল ‘আমির উদ্দিন হল’! সিএনজি পাম্পে গ্যাস নিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে চালকের মৃত্যু বিএনপি’র দুর্দিনে বিভিন্ন নির্যাতনের শিকার হয়েও কর্মীদের পাশে দাঁড়িয়ে ছিলেন মোঃ রাজন আলী গুম কমিশনে ২৫৩ জনের অভিযোগ প্রমাণিত: মইনুল ইসলাম গ্রামীণ ব্যাংকে চাকরি নিয়োগ, আবেদন অনলাইনে ইলিশ রক্ষা আমাদের জাতীয় কর্তব্য: মৎস্য উপদেষ্টা নির্বাচন নিয়ে এখনো আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়নি : সেনাসদর বিশ্ববাসীকে পরিষ্কার বার্তা দিতে হবে, রোহিঙ্গা সমস্যা অত্যন্ত গুরুতর: তারেক রহমান ভালো আলাপ-আলোচনা হচ্ছে কিন্তু ঐকমত‍্য হচ্ছে না : এবি পার্টি প্রায় প্রতিদিনই ট্রাম্পের সঙ্গে আমার কথা হয়: নেতানিয়াহু

বার্ষিক অর্থবছরের এডিপি বাস্তবায়ন কমে ৭ দশমিক ৯০ শতাংশ

ছবিঃ সংগৃহীত

অর্থবছরের চার মাস পেরিয়ে গেলেও উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন স্বাভাবিক হয়নি। ফলে কমেছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন। জুলাই-অক্টোবর পর্যন্ত বাস্তবায়ন হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৯০ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১১ দশমিক ৫৪ শতাংশ। এখনো এক শতাংশ নিচেই রয়েছে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগের এডিপি বাস্তবায়ন হার। বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অগ্রগতি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রোববার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের এডিপিতে মোট বরাদ্দ রয়েছে ২ লাখ ৭৮ হাজার ২৮৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ১ লাখ ৬৫ হাজার কোটি, বৈদেশিক সহায়তা ১ লাখ কোটি এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১৩ হাজার ২৮৯ কোটি টাকা ব্যয় করার কথা। কিন্তু গত চার মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো খরচ করেছে ২১ হাজার ৯৭৮ কোটি টাকা, যা মোট এডিপি বরাদ্দে ৭ দশমিক ৯০ শতাংশ। এছাড়া গত অর্থবছরের একই সময়ে খরচ হয়েছিল ৩১ হাজার ৬৯২ কোটি টাকা, যা এডিপির ১১ দশমিক ৫৪ শতাংশ।

২০২২-২৩ অর্থবছরের চার মাসে খরচ হয়েছিল ৩২ হাজার ৩৫৯ কোটি টাকা বা ১২ দশমিক ৬৪ শতাংশ, ২০২১-২২ অর্থবছরে খরচ হয় ৩০ হাজার ৯১৯ কোটি টাকা, বা ১৩ দশমিক ০৬ শতাংশ। এছাড়া ২০২০-২১ অর্থবছরের একই সময়ে খরচ হয়েছিল ২৭ হাজার ৪৫৩ কোটি টাকা, যা ওই বছরের এডিপি বরাদ্দের ১২ দশমিক ৭৯ শতাংশ।

এডিপি বাস্তবায়ন কম হওয়ার কারণ প্রসঙ্গে আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, অর্থবছরের শুরুতেই রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে। ফলে অনেক বিষয়েই নতুন করে সিদ্ধান্ত নিতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে। পাশাপাশি অন্য কারণগুলো তো আছেই। সব মিলিয়ে এডিপি বাস্তবায়ন কম হয়েছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

শিবির নেতার ভুলে আমিমুল ইহসান হল হয়ে গেল ‘আমির উদ্দিন হল’!

বার্ষিক অর্থবছরের এডিপি বাস্তবায়ন কমে ৭ দশমিক ৯০ শতাংশ

আপডেট সময় : ১০:১১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

অর্থবছরের চার মাস পেরিয়ে গেলেও উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন স্বাভাবিক হয়নি। ফলে কমেছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন। জুলাই-অক্টোবর পর্যন্ত বাস্তবায়ন হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৯০ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১১ দশমিক ৫৪ শতাংশ। এখনো এক শতাংশ নিচেই রয়েছে পাঁচ মন্ত্রণালয় ও বিভাগের এডিপি বাস্তবায়ন হার। বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অগ্রগতি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রোববার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের এডিপিতে মোট বরাদ্দ রয়েছে ২ লাখ ৭৮ হাজার ২৮৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ১ লাখ ৬৫ হাজার কোটি, বৈদেশিক সহায়তা ১ লাখ কোটি এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১৩ হাজার ২৮৯ কোটি টাকা ব্যয় করার কথা। কিন্তু গত চার মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো খরচ করেছে ২১ হাজার ৯৭৮ কোটি টাকা, যা মোট এডিপি বরাদ্দে ৭ দশমিক ৯০ শতাংশ। এছাড়া গত অর্থবছরের একই সময়ে খরচ হয়েছিল ৩১ হাজার ৬৯২ কোটি টাকা, যা এডিপির ১১ দশমিক ৫৪ শতাংশ।

২০২২-২৩ অর্থবছরের চার মাসে খরচ হয়েছিল ৩২ হাজার ৩৫৯ কোটি টাকা বা ১২ দশমিক ৬৪ শতাংশ, ২০২১-২২ অর্থবছরে খরচ হয় ৩০ হাজার ৯১৯ কোটি টাকা, বা ১৩ দশমিক ০৬ শতাংশ। এছাড়া ২০২০-২১ অর্থবছরের একই সময়ে খরচ হয়েছিল ২৭ হাজার ৪৫৩ কোটি টাকা, যা ওই বছরের এডিপি বরাদ্দের ১২ দশমিক ৭৯ শতাংশ।

এডিপি বাস্তবায়ন কম হওয়ার কারণ প্রসঙ্গে আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, অর্থবছরের শুরুতেই রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে। ফলে অনেক বিষয়েই নতুন করে সিদ্ধান্ত নিতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে। পাশাপাশি অন্য কারণগুলো তো আছেই। সব মিলিয়ে এডিপি বাস্তবায়ন কম হয়েছে।

কেকে