ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির কার্যালয় উদ্বোধন

ছবিঃ সংগৃহীত

আজ উদ্বোধন হলো সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির কার্যালয়৷ ৭ নভেম্বর(বৃহস্পতিবার) সরকারি তিতুমীর কলেজে কার্যালয়ের উদ্বোধন করেন তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মণ্ডল। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মিজানুর রহমান, শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যাপক কাজী ফয়জুর রহমান, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির শিক্ষক উপদেষ্টা সহযোগী অধ্যাপক কামাল উদ্দিন হায়দার এব সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।

এসময় তিতুমীর কলেজের অধ্যক্ষ বলেন, আজকে আমরা একটি পরিবর্তিত সময়ে দাঁড়িয়ে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির কার্যালয় উদ্ভোদন করছি৷ আমরা আমাদের পরিবর্তন সময়কে ধারণ করি৷ একজন ভালো সাংবাদিক হতে হলে আমাদের প্রচুর পড়তে হবে৷ জ্ঞানার্জন ছাড়া কোন অর্জনই আমাদের জীবনে আমাদের জীবনে আসে না৷ জ্ঞান যে পরম ধন তা আমাদের শিক্ষার্থীদের উপলব্ধি করতে হবে৷

উপাধ্যক্ষ ড. মিজানুর রহমান বলেন,সাংবাদিক হলো জাতির বিবেক, তুমি যদি নিয়মিত লিখতে চাও, তাহলে অনেক বই পড়তে হবে৷

এসময় সতিকসাস সভাপতি তাওসিফ মাইমুন বলেন, বিগত সময়গুলোতে সতিকসাস সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে কাজ করেছে। আগামীতেও করবে।
এর জন্য নানা সময় ক্যাম্পাস প্রশাসন কিংবা ক্ষমতাশীন রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের পক্ষ থেকে বাধার সম্মুখীন হতে হয়েছে। সব কিছুর উপেক্ষা করে সতিকসাস কাজ করে গেছে।

ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতির বিষয় উল্ল্যেখ করে তিনি আরোও বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থানের পর থেকে শিক্ষার্থীরা সাংস্কৃতিক চর্চা চালিয়ে যেতে পারছেন। কিন্তু এই চর্চা কতদিন চলতে তা নিয়ে শঙ্কাও তৈরী হচ্ছে। আশা করছি চলমান শান্তিপূর্ণ সময়টা থাকবে। তবে এর বাহিরে ব্যাতিক্রম যে কোন ঘটলে সতিকসাস পূর্বের দিনেরমতো নিরপেক্ষতার যায়গা থেকে প্রতিবেদনের মাধ্যমে তা তুলে ধরবে।

সমিতির সভাপতি তাওসিফ মাইমুনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সাহেদুজ্জামান সাকিবের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল ইসলাম রলি, সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার আরিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, কবি ও লেখক আবিদ আজম, সময় টিভির সিনিয়র রিপোর্টার সানভির রুপল, এশিয়ান টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক মাহবুব জুয়েল, সাংবাদিক তাওফিক অপু, সাবেক সভাপতি শামীম হোসেন শিশির ও সাবেক সহ-সভাপতি আহমেদ ফেরদৌস খান প্রমুখ।

উল্লেখ্য ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ক্যাম্পাসভিত্তিক সাংবাদিক সংগঠন সতিকসাস৷ প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমে দাপটের সাথে কাজ করে যাচ্ছে সাংবাদিকেরা।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির কার্যালয় উদ্বোধন

আপডেট সময় : ০৮:৪২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

আজ উদ্বোধন হলো সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির কার্যালয়৷ ৭ নভেম্বর(বৃহস্পতিবার) সরকারি তিতুমীর কলেজে কার্যালয়ের উদ্বোধন করেন তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মণ্ডল। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মিজানুর রহমান, শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যাপক কাজী ফয়জুর রহমান, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির শিক্ষক উপদেষ্টা সহযোগী অধ্যাপক কামাল উদ্দিন হায়দার এব সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।

এসময় তিতুমীর কলেজের অধ্যক্ষ বলেন, আজকে আমরা একটি পরিবর্তিত সময়ে দাঁড়িয়ে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির কার্যালয় উদ্ভোদন করছি৷ আমরা আমাদের পরিবর্তন সময়কে ধারণ করি৷ একজন ভালো সাংবাদিক হতে হলে আমাদের প্রচুর পড়তে হবে৷ জ্ঞানার্জন ছাড়া কোন অর্জনই আমাদের জীবনে আমাদের জীবনে আসে না৷ জ্ঞান যে পরম ধন তা আমাদের শিক্ষার্থীদের উপলব্ধি করতে হবে৷

উপাধ্যক্ষ ড. মিজানুর রহমান বলেন,সাংবাদিক হলো জাতির বিবেক, তুমি যদি নিয়মিত লিখতে চাও, তাহলে অনেক বই পড়তে হবে৷

এসময় সতিকসাস সভাপতি তাওসিফ মাইমুন বলেন, বিগত সময়গুলোতে সতিকসাস সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে কাজ করেছে। আগামীতেও করবে।
এর জন্য নানা সময় ক্যাম্পাস প্রশাসন কিংবা ক্ষমতাশীন রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের পক্ষ থেকে বাধার সম্মুখীন হতে হয়েছে। সব কিছুর উপেক্ষা করে সতিকসাস কাজ করে গেছে।

ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতির বিষয় উল্ল্যেখ করে তিনি আরোও বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থানের পর থেকে শিক্ষার্থীরা সাংস্কৃতিক চর্চা চালিয়ে যেতে পারছেন। কিন্তু এই চর্চা কতদিন চলতে তা নিয়ে শঙ্কাও তৈরী হচ্ছে। আশা করছি চলমান শান্তিপূর্ণ সময়টা থাকবে। তবে এর বাহিরে ব্যাতিক্রম যে কোন ঘটলে সতিকসাস পূর্বের দিনেরমতো নিরপেক্ষতার যায়গা থেকে প্রতিবেদনের মাধ্যমে তা তুলে ধরবে।

সমিতির সভাপতি তাওসিফ মাইমুনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সাহেদুজ্জামান সাকিবের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল ইসলাম রলি, সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার আরিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, কবি ও লেখক আবিদ আজম, সময় টিভির সিনিয়র রিপোর্টার সানভির রুপল, এশিয়ান টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক মাহবুব জুয়েল, সাংবাদিক তাওফিক অপু, সাবেক সভাপতি শামীম হোসেন শিশির ও সাবেক সহ-সভাপতি আহমেদ ফেরদৌস খান প্রমুখ।

উল্লেখ্য ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ক্যাম্পাসভিত্তিক সাংবাদিক সংগঠন সতিকসাস৷ প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমে দাপটের সাথে কাজ করে যাচ্ছে সাংবাদিকেরা।