ইসরাইলের হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইয়াহিয়া সিনাওয়ার। রাজধানীর সরকারি তিতুমীর কলেজে তার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা নামাজের আয়োজন করেছেন শিক্ষার্থীরা।
শনিবার (১৯ অক্টোবর) কলেজটির শহীদ মামুন চত্বরে বেলা ১২টায় গায়েবানা জানাজা নামাজের আয়োজন করেন নামাজ শেষে বিক্ষোভ মিছিল দিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মেইন গেইটে এসে শেষ হয়।
এসময় তারা ‘জায়োনিজম নো মোর’, ‘শ্যাম শ্যাম শ্যাম, ইউনাইটেড ন্যাশন’,‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সি, ফেলাইস্ট্যাইন উল বি ফ্রি’ সহ বিভিন্ন স্লোগান দেন।