মো: শাহেদ ইকবাল,আলীকদম উপজেলা প্রতিনিধিঃ
বান্দরবানের আলীকদম থেকে উঠে আসা ডা: সংচাং ম্রো গড়েছেন এক নতুন ইতিহাস। ম্রো জনগোষ্ঠীর প্রথম নারী ডাক্তার হিসেবে তিনি শুধু নিজের স্বপ্নই পূরণ করেননি, বরং হাজারও তরুণীর সামনে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন। পাহাড়ের প্রতিকূল বাস্তবতাকে জয় করে তিনি প্রমাণ করেছেন—ইচ্ছে শক্তির কাছে কোনো বাধাই স্থায়ী নয়।
বাংলার ইতিহাসে এমন অনেক নারী আছেন, যাঁরা স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখিয়েছেন, আর নিজেদের শক্তিতে বদলে দিয়েছেন ভবিষ্যৎ। প্রতিকূলতার দেয়াল পেরিয়ে তাঁরা হয়েছেন পথপ্রদর্শক, প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা দিয়েছেন সাহসের আলোয়।
এই নারী দিবসে, আমরা স্মরণ করছি সেই অগ্রদূতদের, যাঁরা প্রথম হয়েছেন, পথ তৈরি করেছেন, অসম্ভবকে সম্ভব করেছেন! নারীর শক্তিতে জ্বলুক আশার আলো, ভালোবাসা, সম্মান আর সমতার রঙে রাঙুক বিশ্ব!
ডা: সংচাং ম্রো প্রহরে প্রহরে শুধু নিজের জন্য নয়, বরং পুরো সমাজের জন্য আলো হয়ে এসেছেন।
এই উদযাপন তাঁদের জন্য, যাঁরা প্রথম হয়েছেন, যাঁরা ইতিহাস গড়েছেন, আর যাঁরা আমাদের দেখিয়েছেন—নারীর অদম্য শক্তির কোনো সীমা নেই! সব নারীর জন্য রইল শ্রদ্ধা, ভালোবাসা ও নিরন্তর শুভেচ্ছা।
এমএস