রুবেল হাসান,শাজাহানপুর উপজেলা প্রতিনিধি:
বগুড়া শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় মিরাজুল (২৫) নামে এক অটো রিক্সা চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ মার্চ) সকাল ৯.৫৫ মিনিটে উপজেলার মাঝিড়া স্ট্যান্ড এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে থানার কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, অটোরিকশায় চালক যাচ্ছিল। পথিমধ্যে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন জানিয়েছেন ওসি।
এমএস