এমএ হালিম,সুনামগঞ্জ সদর উপজেলা প্রতিনিধিঃ
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুনামগঞ্জ কে “সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি”-এর প্রশাসক নিয়োগ করা হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য সংগঠন-১ শাখার মহাপরিচালক ও অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়, যেহেতু, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন; যেহেতু, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর কমিটির বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজমান। সে কারণে ব্যবসা-বাণিজ্য সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে না মর্মে সাধারণ সদস্যগণ অভিযোগ জানিয়েছেন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিতে কোন পরিচালনা পর্ষদ ও বর্তমানে বিদ্যমান নেই। এছাড়া সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির চলমান অস্থিরতা ও অসন্তোষের কারণে দেশের অর্থনীতি ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেহেতু বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ (১) অনুযায়ী- ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতের স্বার্থে সংগঠনটির সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সকল কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সরকারের অনুমোদনক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুনামগঞ্জ কে “সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি”-এর প্রশাসক নিয়োগ করা হলো। তিনি ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে এ মন্ত্রণালয়কে অবহিত করবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএস