নাটোর প্রতিনিধিঃ
নাটোর সদর উপজেলা যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাক ডাবলুকে ধরে মারপিট করে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে শহরের গাড়িখানা মসজিদের সামনে এই ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে সবুজ আহম্মেদ নামে আরেক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃত সবুজ আহম্মেদ গাড়িখানা মহল্লার আব্দুল ফরিদ শাবু’র ছেলে।
নাটোর সদর থানার ওসি মাহবুবুর রহমান ও আব্দুর রাজ্জাক ডাবলুর পরিবারের লোকজন জানান, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক ডাবলু গাড়িখানা এলাকায় তার নিজ বাড়ি থেকে গাড়িখানা মসজিদে জুম্মার নামাজ পড়তে যান। নামাজ শেষ করে বাড়িতে ফিরে আসার সময় অজ্ঞাত লোকজন তার উপর হামলা ও মারধর করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত জনতা তাকে পুলিশের হাতে তুলে দেয়।
পরে পুলিশ আব্দুর রাজ্জাক ডাবলু কে গ্রেফতার দেখিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক ডাবলু এর বিরুদ্ধে জুলাই -আগষ্ট ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
এমএস