ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশি শ্রমিকদের সুখবর দিল সৌদি আরব

সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা আল-দুহাইলান (ছবি : সংগৃহীত)

বাংলাদেশিদের সুখবর দিল সৌদি আরব। ২০৩৪ সালে অনুষ্ঠেয় ‘ফিফা বিশ্বকাপ’ সংশ্লিষ্ট প্রকল্পসমূহে কাজের জন্য বাংলাদেশি শ্রমিকদের নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা আল-দুহাইলান।

মঙ্গলবার (০৪ জানুয়ারি) ঢাকায় তার কার্যালয়ে আরব নিউজের কাছে এ আগ্রহ প্রকাশ করেন তিনি। এসময় বাংলাদেশি কোম্পানিগুলোকে বিনিয়োগের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত ঈসা আল দুহাইলান।

আরব নিউজ জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে সৌদি আরবের ৫টি শহরের ১৫টি স্টেডিয়ামে খেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে সৌদি সরকারের। এ জন্য বহু অবকাঠামোগত কাজ করা দরকার। অনেক শ্রমিক নতুন এই ক্রীড়া অবকাঠামো, পরিবহন নেটওয়ার্ক এবং হোটেল অবকাঠামো নির্মাণের কাজে যুক্ত হবে।

আরব নিউজের সঙ্গে ঈসা আল দুহাইলান বলেন, বাংলাদেশি শ্রমিকদের কাতার বিশ্বকাপে খেলার আয়োজন প্রকল্পে কাজের অভিজ্ঞতা রয়েছে। আমি বাংলাদেশ থেকে নির্মাণ কোম্পানিগুলোকে সৌদি আরবে যাওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ আমরা ১১টি স্টেডিয়াম নির্মাণ করব এবং বিদ্যমান আরও পাঁচটি স্টেডিয়াম সংস্কার করব। এতে কোম্পানি এবং শ্রমিকদের উভয়ের জন্য অংশ নেওয়ার জন্য বড় একটি সুযোগ।

তিনি বলেন, শুধু স্টেডিয়াম নির্মাণ নয়, হোটেল ও রিসোর্ট নির্মাণের কাজও চলছে। এটা বাংলাদেশের শ্রমিকদের জন্য খুব ভালো সুযোগ হবে।

আরব নিউজ বলছে, কাতারে ২০২২ সালের বিশ্বকাপের মেগা-প্রকল্পকে প্রায় ২০ লাখ প্রবাসী শ্রমিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এদের বেশিরভাগই বাংলাদেশি শ্রমিক। তারা আটটি স্টেডিয়াম, একটি সম্পূর্ণ নতুন শহর, লুসাইল, দোহা মেট্রো, হোটেল এবং নতুন পরিবহণ রুট নির্মাণ ও সংস্কার করেছে।

রাষ্ট্রদূত আল-দুহাইলান বলেন, বাংলাদেশে প্রচুর সংখ্যক দক্ষ কর্মী রয়েছে। আমরা তাদের থাকার ব্যবস্থা করব এবং তাদের স্বাগত জানাতে পেরে খুশি। তারা খুব ভালো সুযোগ পাবে। বাংলাদেশি শ্রমিক এবং অভিবাসীরা কঠোর পরিশ্রমী ও বুদ্ধিমান।

তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছি। প্রতিদিন ৫ থেকে ৭ হাজার ভিসা প্রসেস করছি। সৌদিতে নির্মাণ ব্যবসায় শ্রমিকদের উচ্চ চাহিদা রয়েছে। আমরা আরও বাংলাদেশি শ্রমিকদের জায়গা দিতে ইচ্ছুক।

প্রসঙ্গত, সৌদি আরবে প্রায় ৩০ লাখ বাংলাদেশি বসবাস ও কাজ করেন। তারা দেশটির বৃহত্তম প্রবাসী গোষ্ঠী এবং বাংলাদেশের বাইরে বৃহত্তম বাংলাদেশি সম্প্রদায়। সৌদি কেবল ২০৩৪ বিশ্বকাপই নয়, ২০২৭ সালে এএফসি এশিয়ান কাপ, ২০২৯ সালে এশিয়ান শীতকালীন গেমস এবং ২০৩০ সালে ওয়ার্ল্ড এক্সপো আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নাটোরে শয়নকক্ষ থেকে যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাংলাদেশি শ্রমিকদের সুখবর দিল সৌদি আরব

আপডেট সময় : ১০:৪৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশিদের সুখবর দিল সৌদি আরব। ২০৩৪ সালে অনুষ্ঠেয় ‘ফিফা বিশ্বকাপ’ সংশ্লিষ্ট প্রকল্পসমূহে কাজের জন্য বাংলাদেশি শ্রমিকদের নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা আল-দুহাইলান।

মঙ্গলবার (০৪ জানুয়ারি) ঢাকায় তার কার্যালয়ে আরব নিউজের কাছে এ আগ্রহ প্রকাশ করেন তিনি। এসময় বাংলাদেশি কোম্পানিগুলোকে বিনিয়োগের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত ঈসা আল দুহাইলান।

আরব নিউজ জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে সৌদি আরবের ৫টি শহরের ১৫টি স্টেডিয়ামে খেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে সৌদি সরকারের। এ জন্য বহু অবকাঠামোগত কাজ করা দরকার। অনেক শ্রমিক নতুন এই ক্রীড়া অবকাঠামো, পরিবহন নেটওয়ার্ক এবং হোটেল অবকাঠামো নির্মাণের কাজে যুক্ত হবে।

আরব নিউজের সঙ্গে ঈসা আল দুহাইলান বলেন, বাংলাদেশি শ্রমিকদের কাতার বিশ্বকাপে খেলার আয়োজন প্রকল্পে কাজের অভিজ্ঞতা রয়েছে। আমি বাংলাদেশ থেকে নির্মাণ কোম্পানিগুলোকে সৌদি আরবে যাওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ আমরা ১১টি স্টেডিয়াম নির্মাণ করব এবং বিদ্যমান আরও পাঁচটি স্টেডিয়াম সংস্কার করব। এতে কোম্পানি এবং শ্রমিকদের উভয়ের জন্য অংশ নেওয়ার জন্য বড় একটি সুযোগ।

তিনি বলেন, শুধু স্টেডিয়াম নির্মাণ নয়, হোটেল ও রিসোর্ট নির্মাণের কাজও চলছে। এটা বাংলাদেশের শ্রমিকদের জন্য খুব ভালো সুযোগ হবে।

আরব নিউজ বলছে, কাতারে ২০২২ সালের বিশ্বকাপের মেগা-প্রকল্পকে প্রায় ২০ লাখ প্রবাসী শ্রমিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এদের বেশিরভাগই বাংলাদেশি শ্রমিক। তারা আটটি স্টেডিয়াম, একটি সম্পূর্ণ নতুন শহর, লুসাইল, দোহা মেট্রো, হোটেল এবং নতুন পরিবহণ রুট নির্মাণ ও সংস্কার করেছে।

রাষ্ট্রদূত আল-দুহাইলান বলেন, বাংলাদেশে প্রচুর সংখ্যক দক্ষ কর্মী রয়েছে। আমরা তাদের থাকার ব্যবস্থা করব এবং তাদের স্বাগত জানাতে পেরে খুশি। তারা খুব ভালো সুযোগ পাবে। বাংলাদেশি শ্রমিক এবং অভিবাসীরা কঠোর পরিশ্রমী ও বুদ্ধিমান।

তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছি। প্রতিদিন ৫ থেকে ৭ হাজার ভিসা প্রসেস করছি। সৌদিতে নির্মাণ ব্যবসায় শ্রমিকদের উচ্চ চাহিদা রয়েছে। আমরা আরও বাংলাদেশি শ্রমিকদের জায়গা দিতে ইচ্ছুক।

প্রসঙ্গত, সৌদি আরবে প্রায় ৩০ লাখ বাংলাদেশি বসবাস ও কাজ করেন। তারা দেশটির বৃহত্তম প্রবাসী গোষ্ঠী এবং বাংলাদেশের বাইরে বৃহত্তম বাংলাদেশি সম্প্রদায়। সৌদি কেবল ২০৩৪ বিশ্বকাপই নয়, ২০২৭ সালে এএফসি এশিয়ান কাপ, ২০২৯ সালে এশিয়ান শীতকালীন গেমস এবং ২০৩০ সালে ওয়ার্ল্ড এক্সপো আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

কেকে