রুবেল হাসান, শাজাহানপুর উপজেলা প্রতিনিধি।
আজ ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বগুড়া শাজাহানপুর উপজেলার বারআঞ্জুল দারুল আমিন বালক ও বালিকা দাখিল মাদ্রাসার যৌথ উদ্যোগে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মাওলানা মুফতি মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে সকাল ৮ ঘটিকায় জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন ও শিক্ষার্থীদের কুচকাওয়াজে মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিভিন্ন ধরনের খেলাধুলা, যেমন খুশি তেমন সাজো, ইসলামী সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীরা।
খেলাধুলা শেষে প্রধান পৃষ্ঠপোষক জনাব আবুল বাশার, সাবেক উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত ও সাবেক আহ্বায়ক শাজাহানপুর উপজেলা বিএনপি, তার বক্তব্য পেশ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক সংসদ সদস্য গাবতলী-শাজাহানপুর বগুড়া ৭ ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সিনিয়র সহ-সভাপতি,কেন্দ্রীয় কৃষক দল।
বিশেষ অতিথির জনাব মাওলানা মোঃ আব্দুর রহমান, আমির বাংলাদেশ জামায়াত ইসলামী,শাজাহানপুর উপজেলা শাখা, জনাব মোঃ শহিদুল ইসলাম, সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী, শাজাহানপুর উপজেলা শাখা, বরেণ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আসাদুজ্জামান অটল, সাবেক চেয়ারম্যান আমরুল ইউনিয়ন পরিষদ, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব মোঃ আবু বক্কর সিদ্দিকী, সভাপতি বগুড়া জেলা মাদ্রাসা শিক্ষক পরিষদ, শুভেচ্ছান্তে জনাব মাওলানা মোঃ গোলাম আযম সুপার, বারআঞ্জুল দারুল আমান বালিকা মাদ্রাসাসহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সর্বস্তরের জনসাধারণ।
এমএস