নাটোর প্রতিনিধিঃ
নাটোরে সিংড়া উপজেলার শেরকোল ও সদর উপজেলার বনবেলঘড়িয়া এলাকায় পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় ২ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
৩ ফেব্রুয়ারী সোমবার আনুমানিক সকাল পৌণে সাতটায় একটি কাভার্ড ভ্যান বুড়িমারী থেকে সাতক্ষীরা যাওয়ার পথে শেরকুল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটি কাটার কাজে ব্যাবহৃত ভেকুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এই ঘটনায় কাভার্ড ভ্যানের হেলপার আল-আমিন (২৪) গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আহত আল-আমিনের যশোর জেলার কচুয়া ইউনিয়নের দেওয়াপাড়া গ্রামের মোঃ সাজাহান মোল্লার ছেলে।এই ঘটনায় ভেকুর চালক ও কাভার্ড ভ্যান চালক পালিয়ে যায়।
অপরদিকে সকাল আনুমানিক ৮-০০ ঘটিকায় নাটোর সদর উপজেলার বন বেলঘড়িয়া বাইপাস মোড় এলাকায় ঢাকা থেকে রাজশাহী গামী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এই ঘটনায় মোটরসাইকেল আরোহী রাস্তার বাইরে ছিটকে পড়ে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। প্রাথমিক ভাবে আহত ব্যাক্তির পরিচয় সনাক্ত হয়নি, তার ব্যাগ ও ঔষধের স্যাম্পল থেকে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তিনি ঔষধ কোম্পানির প্রতিনিধি।উক্ত ঘটনায় বাসটি পালিয়ে যায়।
এ বিষয়ে ঝলমলিয়া হাইওয়ে থানার পুলিশ কর্মকর্তা সার্জেন্ট আহসান হাবিব জানান, সিংড়া শেরকুল ও নাটোর সদরে পৃথক ২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঘন কুয়াশার কারনে সড়কে দূরাবচ্ছন্ন ভাব ছিল এ থেকে দুর্ঘটনা সংঘটিত হতে পারে। এই পৃথক ঘটনায় দুইজন গুরুতর আহত হয়। ভেকুর ড্রাইভার ও কাভার্ড ভ্যানের পালিয়ে যায়। হাইওয়ে থানা পুলিশ ভেকু ও কাভার্ড ভ্যান আটক করে ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করে হাইওয়ে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
এমএস