নাটোর প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় বিলুপ্ত প্রজাতির একটি তিলা নাগ ঈগল উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। রক্তাক্ত ঈগলটি উদ্ধার করে গত সাতদিন ধরে প্রাণিসম্পদ কার্যালয়ের তত্বাবধানে চিকিৎসা দেয়া হচ্ছিল।
বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের কাছে পাখিটি হস্তান্তর করেন পরিবেশবাদী সংগঠন “চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি “।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির, ওয়ার্ডলাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সহঃ অধ্যাপক হারুন অর রশীদ, সদস্য প্রভাষক মিজানুর, সাংবাদিক শারফুল ইসলাম খোকন প্রমুখ।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, এক সপ্তাহ আগে ঈগলটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। েরের বন বিভাগ ও প্রাণীসম্পদ কার্যালয়ের পরামর্শক্রমে চিকিৎসা দেওয়া হচ্ছিল। ঈগলটি সম্পূর্ণ সুস্থ্য না হওয়ায় বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হয় ঈগলটি কোন শিকারীর গুলিতে আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে যায়।
রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, বিলুপ্ত প্রজাতির তিলানাগ ঈগল সাপ শিকার করে জীবন ধারন করে। বিষাক্ত ও অবিষাক্ত সব ধরনের সাপ এরা ভক্ষণ করে থাকে।
এমএস