সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, “এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। ডানে, বামে বা বহির্বিশ্বের কোনো চাপ নেই। এখন আমরা বিবেকের চাপে আছি। এদেশে ভালো নির্বাচন করাও সম্ভব, খারাপ নির্বাচন করাও সম্ভব। দেশ ও জনগণের স্বার্থে আগামীতে একটি স্বচ্ছ নির্বাচন জাতিকে উপহার দিতে চাই যে নির্বাচন কোন প্রশ্নবিদ্ধ হবে না এজন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
মত বিনিময় সভায় চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিরাজুল মনির/এমএস