ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রভাব খাটিয়ে রমেকের অডিটোরিয়ামে ড্যাব নেতার একক সঙ্গীতানুষ্ঠান

রংপুরে প্রভাব খাটিয়ে মেডিকেল কলেজের অডিটোরিয়ামে একক সঙ্গীতানুষ্ঠান আয়োজনের অভিযোগ উঠেছে ড্যাব নেতা ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শরীফুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে।

এ নিয়ে ড্যাব সদস্যসহ অন্যান্য চিকিৎসকের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা যায়, ড্যাব নেতা ও রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ শরীফুল ইসলাম মন্ডল ক্ষমতার অপব্যবহার করে রংপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে নিজের লেখা গানের সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছেন। যা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বা কলেজের বিভিন্ন সভা সেমিনার করার জন্য সাধারণত অডিটোরিয়ামটি ব্যবহার করা হয়।

অভিযোগ উঠেছে, কলেজ প্রশাসনকে চাপ দিয়ে সোমবার ( ৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় এই সংগীত অনুষ্ঠানের আয়োজন করেছেন অভিযুক্ত ড্যাব নেতা । অনুষ্ঠানটি নিয়ে কলেজের সাধারণ শিক্ষার্থী ও ডাক্তারদের মধ্যে তুমুল সমালোচনার শুরু হয়েছে। শুধু তাই নয় ওই অনুষ্ঠান আয়োজনের জন্য বিভিন্ন চিকিৎসকের কাছে চাঁদাও তুলেছেন তিনি ।

নাম প্রকাশ না করার শর্তে আরেক ড্যাব নেতা বলেন, তিনি ড্যাবের পদে থাকায় প্রভাব খাটিয়ে অডিটোরিয়ামে এ অনুষ্ঠান করছেন এবং আমাদের কাছে চাঁদা নিয়েছেন।

অভিযোগের বিষয়ে ড্যাব নেতা ও রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. শরীফুল ইসলাম মন্ডল বলেন, আমার লেখা গানের একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। যেহেতু আমি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এজন্য কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করেছি। এটি প্রভাব কিংবা বলপ্রয়োগের কিছু নাই। তাছাড়া চাঁদা তোলার প্রশ্নই উঠে না। আমি একান্ত ব্যক্তিগত টাকা দিয়ে অনুষ্ঠানটি করছি। আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি মহল।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম লিটন বলেন, ওই চিকিৎসকের আবেদনের প্রেক্ষিতে অডিটোরিয়াম দেয়া হয়েছে। তবে সঙ্গীতানুষ্ঠানের নামে চাঁদার কথা জানা নেই।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

প্রভাব খাটিয়ে রমেকের অডিটোরিয়ামে ড্যাব নেতার একক সঙ্গীতানুষ্ঠান

আপডেট সময় : ১০:১৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

রংপুরে প্রভাব খাটিয়ে মেডিকেল কলেজের অডিটোরিয়ামে একক সঙ্গীতানুষ্ঠান আয়োজনের অভিযোগ উঠেছে ড্যাব নেতা ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শরীফুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে।

এ নিয়ে ড্যাব সদস্যসহ অন্যান্য চিকিৎসকের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা যায়, ড্যাব নেতা ও রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ শরীফুল ইসলাম মন্ডল ক্ষমতার অপব্যবহার করে রংপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে নিজের লেখা গানের সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছেন। যা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বা কলেজের বিভিন্ন সভা সেমিনার করার জন্য সাধারণত অডিটোরিয়ামটি ব্যবহার করা হয়।

অভিযোগ উঠেছে, কলেজ প্রশাসনকে চাপ দিয়ে সোমবার ( ৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় এই সংগীত অনুষ্ঠানের আয়োজন করেছেন অভিযুক্ত ড্যাব নেতা । অনুষ্ঠানটি নিয়ে কলেজের সাধারণ শিক্ষার্থী ও ডাক্তারদের মধ্যে তুমুল সমালোচনার শুরু হয়েছে। শুধু তাই নয় ওই অনুষ্ঠান আয়োজনের জন্য বিভিন্ন চিকিৎসকের কাছে চাঁদাও তুলেছেন তিনি ।

নাম প্রকাশ না করার শর্তে আরেক ড্যাব নেতা বলেন, তিনি ড্যাবের পদে থাকায় প্রভাব খাটিয়ে অডিটোরিয়ামে এ অনুষ্ঠান করছেন এবং আমাদের কাছে চাঁদা নিয়েছেন।

অভিযোগের বিষয়ে ড্যাব নেতা ও রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. শরীফুল ইসলাম মন্ডল বলেন, আমার লেখা গানের একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। যেহেতু আমি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এজন্য কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করেছি। এটি প্রভাব কিংবা বলপ্রয়োগের কিছু নাই। তাছাড়া চাঁদা তোলার প্রশ্নই উঠে না। আমি একান্ত ব্যক্তিগত টাকা দিয়ে অনুষ্ঠানটি করছি। আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি মহল।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম লিটন বলেন, ওই চিকিৎসকের আবেদনের প্রেক্ষিতে অডিটোরিয়াম দেয়া হয়েছে। তবে সঙ্গীতানুষ্ঠানের নামে চাঁদার কথা জানা নেই।