জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বগার চর ইউনিয়নের অন্তর্গত একটি গ্রাম ধারার চর নয়া পাড়া । গ্রামটিতে একমাত্র ক্লিনিক নাড্ডার বাজার কমিউনিটি ক্লিনিক ।নাড্ডার বাজার কমিউনিটি ক্লিনিকটি নানা সমস্যায় জর্জরিত। অথচ এলাকায় মানুষের জন্য এটাই একমাত্র কমিউনিটি ক্লিনিক ।
প্রতিবছর এই কমিউনিটি ক্লিনিক থেকে অনেক দরিদ্র মানুষের চিকিৎসা হয়।
কমিউনিটি ক্লিনিকটি সরেজমিনে দেখতে গিয়ে অনেক সমস্যা চোখে পড়েছে। ক্লিনিকটি অপরিচ্ছন্ন পরিবেশ অবস্থান করছে। নেই কোন সুপেয় পানির ব্যবস্থা এমনকি টয়লেট ব্যবস্থা। স্বাস্থ্য কেন্দ্রটির ছাদ ধসে পড়েছে কয়েক জায়গায়।
পানির জন্য যেতে হয় পাশের বাড়িতে। এছাড়া এখানে ইপিআই টিকাদান ক্যাম্পেইন করা হয় প্রতি মাসে টিকা নিতে আসা মায়েদের জন্য নেই কোনো বসার ব্যবস্থা।
ক্লিনিক থেকে সেবা নেয় বগার চর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের প্রায় কয়েক হাজার জনসাধারণ । এছাড়া গড়ে প্রতিদিন সেবা নেয় প্রায় অর্ধশত জনগণ । ক্লিনিকটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৮ সালে। এ পর্যন্ত ক্লিনিকটিতে শুধু মাত্র একবার সংস্কার কাজ করা হয়েছিল। ক্লিনিকটির সেবিকা জানায় ভবনের এরুপ অবস্থার জন্য সেবা নিতে আসা মানুষ ভেতরে বসতে চায় না। তাদের আহ্বান অতি তাড়াতাড়ি যেন ভবনটি সংস্কার করা হয়।
মোয়াছ হাসান মুকিত/এমএস