ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিয়ে করছেন হলিউডের স্পাইডারম্যান খ্যাত টম হল্যান্ড ও জেনডেয়া শেয়ারবাজারের সংকট আরও বেড়েছে কুয়েটে ভর্তি পরীক্ষা ১১ জানুয়ারি, প্রতি আসনের বিপরীতে ২৩ পরীক্ষার্থী কলেজের ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ ব্যানার টানিয়েছে শিক্ষার্থীরা ‘গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতেই সংস্কার’: কামাল আহমেদ রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান টিউলিপের ব্যাংক অ্যাকাউন্টের হিসাবের তথ্য চেয়ে চিঠি বিএফআইইউর আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনেও ন্যায়ের জয় হবে: তুরস্ক প্রেসিডেন্ট এরদোগান নেপাল,ভুটান,ভারত,চিন সহ ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ইবির সেই শিক্ষক হাফিজের বিষয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে

নাটোরে ১ টাকায় চিকিৎসা সেবা

রোগী বা অসুস্থ ব্যক্তির চিকিৎসা সেবা নিতে যেখানে ৫’শ/হাজার টাকা গুনতে হয়, সেখানে মাত্র ১ টাকায় স্বাস্থ্যসেবা মিললো নাটোরে।

“নাটোর স্বার্থ রক্ষা”কমিটি’র আয়োজনে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চৌগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে নাটোর স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

শনিবার(২৮ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই চিকিৎসা ক্যাম্পে ১ টাকার স্বাস্থ্যসেবা কার্যক্রমে চিকিৎসা সেবা প্রদান করেছেন নাটোর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রাজেশ কুমার শাহা ও বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুস সালাম শেখ।

নাটোরের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষ এই ক্যাম্পে ” ১ টাকায় স্বাস্থ্যসেবা ‘ নিতে এসে জানান, শহরে ডাক্তার দেখাতে গেলে অনেক টাকা খরচ হয়। এই ক্যাম্পে তারা ১ টাকায় ডাক্তার দেখানো সহ ঔষদ পেয়ে খুব খুশি হয়েছেন।

ওসমান গনি নামে এক রোগী বলেন, দীর্ঘদিন ধরে তিনি চর্ম রোগের সমস্যায় রয়েছেন। অর্থাভাবে ডাক্তার দেখাতে পারেন না। এখানে এসে ১ টাকায় ডাক্তার দেখালাম। তাদের পরামর্শ ও ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ খাবো।

জেসমিন আক্তার নামে আরেকজন রোগী বলেন, শহরে ডাক্তার দেখাতে অনেক টাকা ফি দিতে হয়। আমাদের গ্রামে শহরের ডাক্তার এসেছে শুনে, চিকিৎসা সেবা নিতে আসলাম। মাত্র ১ টাকায় টিকিট কেটে চিকিৎসা সেবা নেওয়ার পর তারা ঔষধও দিয়েছেন। আর কোন টাকা লাগেনি। এমন স্বাস্থ্য সেবা যদি মাঝেমধ্যে করা হয় তাহলে অসহায় মানুষগুলো সহজেই চিকিৎসা সেবা পেত।

বৃদ্ধ রহিমা বেগম বলেন, বেশ কিছুদিন যাবত পা ব্যাথায় ভূগছি। বেশি টাকা দিয়ে শহরে গিয়ে ডাক্তার দেখানোর সামর্থ্য হয়নি। এই ক্যাম্পে এসে ডাক্তার দেখাতে পেরে অনেক ভালো লাগছে। এখন কিভাবে চলতে হবে এবং কি ঔষধ খেতে হবে, এ বিষয়ে তারা আমাকে প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থাপত্র দিয়েছেন। ডাক্তারকে কোন টাকা বা চিকিৎসা ফি দিতে হয়নি।

ক্যাম্পে চিকিৎসা প্রদানকারী নাটোর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রাজেশ কুমার শাহা বলেন, বিনা পয়সায় চিকিৎসা সেবা নিতে পেরে আমাদেরও ভালো লাগছে।

রোগীরাও বেশ খুশি হয়েছেন। আরো সামাজিক প্রতিষ্ঠান এমন উদ্যোগ নিবেন বলে আশা করছি। নাটোর স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব শেখ রিফাত মাহমুদ বলেন, প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কথা মাথায় রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে। আজকের এই ক্যাম্পের মাধ্যমে প্রায় পাঁচ শতাধিক মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। চিকিৎসা সেবা ছাড়াও বিনামূল্যে কয়েক ধরনের ঔষধ সরবরাহ করা হয়েছে। পরবর্তীতে নাটোরের অন্যান্য উপজেলা গুলোতেও এই কর্মসূচী চালু করার পরিকল্পনা রয়েছে।

নাটোরের সিভিল সার্জন ডাঃ মোঃ মোক্তাদির আরেফিন বলেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মনিরুল ইসলাম/এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

বিয়ে করছেন হলিউডের স্পাইডারম্যান খ্যাত টম হল্যান্ড ও জেনডেয়া

নাটোরে ১ টাকায় চিকিৎসা সেবা

আপডেট সময় : ০২:৪৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

রোগী বা অসুস্থ ব্যক্তির চিকিৎসা সেবা নিতে যেখানে ৫’শ/হাজার টাকা গুনতে হয়, সেখানে মাত্র ১ টাকায় স্বাস্থ্যসেবা মিললো নাটোরে।

“নাটোর স্বার্থ রক্ষা”কমিটি’র আয়োজনে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চৌগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে নাটোর স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

শনিবার(২৮ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই চিকিৎসা ক্যাম্পে ১ টাকার স্বাস্থ্যসেবা কার্যক্রমে চিকিৎসা সেবা প্রদান করেছেন নাটোর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রাজেশ কুমার শাহা ও বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুস সালাম শেখ।

নাটোরের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষ এই ক্যাম্পে ” ১ টাকায় স্বাস্থ্যসেবা ‘ নিতে এসে জানান, শহরে ডাক্তার দেখাতে গেলে অনেক টাকা খরচ হয়। এই ক্যাম্পে তারা ১ টাকায় ডাক্তার দেখানো সহ ঔষদ পেয়ে খুব খুশি হয়েছেন।

ওসমান গনি নামে এক রোগী বলেন, দীর্ঘদিন ধরে তিনি চর্ম রোগের সমস্যায় রয়েছেন। অর্থাভাবে ডাক্তার দেখাতে পারেন না। এখানে এসে ১ টাকায় ডাক্তার দেখালাম। তাদের পরামর্শ ও ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ খাবো।

জেসমিন আক্তার নামে আরেকজন রোগী বলেন, শহরে ডাক্তার দেখাতে অনেক টাকা ফি দিতে হয়। আমাদের গ্রামে শহরের ডাক্তার এসেছে শুনে, চিকিৎসা সেবা নিতে আসলাম। মাত্র ১ টাকায় টিকিট কেটে চিকিৎসা সেবা নেওয়ার পর তারা ঔষধও দিয়েছেন। আর কোন টাকা লাগেনি। এমন স্বাস্থ্য সেবা যদি মাঝেমধ্যে করা হয় তাহলে অসহায় মানুষগুলো সহজেই চিকিৎসা সেবা পেত।

বৃদ্ধ রহিমা বেগম বলেন, বেশ কিছুদিন যাবত পা ব্যাথায় ভূগছি। বেশি টাকা দিয়ে শহরে গিয়ে ডাক্তার দেখানোর সামর্থ্য হয়নি। এই ক্যাম্পে এসে ডাক্তার দেখাতে পেরে অনেক ভালো লাগছে। এখন কিভাবে চলতে হবে এবং কি ঔষধ খেতে হবে, এ বিষয়ে তারা আমাকে প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থাপত্র দিয়েছেন। ডাক্তারকে কোন টাকা বা চিকিৎসা ফি দিতে হয়নি।

ক্যাম্পে চিকিৎসা প্রদানকারী নাটোর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রাজেশ কুমার শাহা বলেন, বিনা পয়সায় চিকিৎসা সেবা নিতে পেরে আমাদেরও ভালো লাগছে।

রোগীরাও বেশ খুশি হয়েছেন। আরো সামাজিক প্রতিষ্ঠান এমন উদ্যোগ নিবেন বলে আশা করছি। নাটোর স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব শেখ রিফাত মাহমুদ বলেন, প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কথা মাথায় রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে। আজকের এই ক্যাম্পের মাধ্যমে প্রায় পাঁচ শতাধিক মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। চিকিৎসা সেবা ছাড়াও বিনামূল্যে কয়েক ধরনের ঔষধ সরবরাহ করা হয়েছে। পরবর্তীতে নাটোরের অন্যান্য উপজেলা গুলোতেও এই কর্মসূচী চালু করার পরিকল্পনা রয়েছে।

নাটোরের সিভিল সার্জন ডাঃ মোঃ মোক্তাদির আরেফিন বলেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মনিরুল ইসলাম/এমএস