ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এমবিবিএস ভর্তি পরীক্ষা, প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৫ শিক্ষার্থী

ছবিঃ সংগৃহীত

আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন মোট এক লাখ ৩৫ হাজার ২৬১ জন ভর্তিচ্ছু। আর কোটাসহ মেডিকেলে মোট আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি। সে হিসাবে এ বছর একটি আসন নিশ্চিত করতে ২৫ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে নামবেন।

এর আগে শুক্রবার রাতে অনলাইনে আবেদনের সময় শেষ হয়। আজ (শনিবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার সুযোগ পাবেন ভর্তিচ্ছুরা।

ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্যসচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শুক্রবার পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আবেদনের সময় আর বাড়ানো হবে না।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, এ বছর কোটাসহ মেডিকেলে মোট আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। ফলে ১ লাখ ৩৫ হাজার ২৬১টি আবেদনের ফলে আসনপ্রতি ভর্তিচ্ছুর সংখ্যা দাঁড়াচ্ছে ২৫ দশমিক ১৪ জন।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একই আসনের বিপরীতে ১ লাখ চার হাজার ৪৪ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। সে হিসাবে ওই বছর আসনপ্রতি ১৯ দশমিক ৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। অর্থাৎ এ বছর আসনপ্রতি ৬ জন প্রতিদ্বন্দ্বী বেড়েছে।

উল্লে­খ্য, আগামী ১৭ জানুয়ারি সারা দেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আগামী ১ জানুয়ারি থেকে সব ধরনের মেডিকেল কোচিং বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

এমবিবিএস ভর্তি পরীক্ষা, প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৫ শিক্ষার্থী

আপডেট সময় : ১০:২০:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন মোট এক লাখ ৩৫ হাজার ২৬১ জন ভর্তিচ্ছু। আর কোটাসহ মেডিকেলে মোট আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি। সে হিসাবে এ বছর একটি আসন নিশ্চিত করতে ২৫ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে নামবেন।

এর আগে শুক্রবার রাতে অনলাইনে আবেদনের সময় শেষ হয়। আজ (শনিবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার সুযোগ পাবেন ভর্তিচ্ছুরা।

ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্যসচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শুক্রবার পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আবেদনের সময় আর বাড়ানো হবে না।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, এ বছর কোটাসহ মেডিকেলে মোট আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। ফলে ১ লাখ ৩৫ হাজার ২৬১টি আবেদনের ফলে আসনপ্রতি ভর্তিচ্ছুর সংখ্যা দাঁড়াচ্ছে ২৫ দশমিক ১৪ জন।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একই আসনের বিপরীতে ১ লাখ চার হাজার ৪৪ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। সে হিসাবে ওই বছর আসনপ্রতি ১৯ দশমিক ৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। অর্থাৎ এ বছর আসনপ্রতি ৬ জন প্রতিদ্বন্দ্বী বেড়েছে।

উল্লে­খ্য, আগামী ১৭ জানুয়ারি সারা দেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আগামী ১ জানুয়ারি থেকে সব ধরনের মেডিকেল কোচিং বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

কেকে