ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে এইচ এম পিভি ভাইরাস শনাক্ত ,আক্রান্ত ২ নাটোরে রাতের বেলা বিদ্যালয়ের তালা ভেঙ্গে চুরি – নথিপত্র লুট চোখের আলো ফেরাতে মার্কিন নাগরিকের উদ্যোগ শীতকালে তুলসির মিশ্রণ খাওয়ার যত উপকার, সারবে সর্দি-কাশিসহ নানা রোগ ৯ ব্যাংকে বড় নিয়োগ, সিনিয়র অফিসারের পদ ১,৫৫৪ স্নাতক পাসে ওয়ান ব্যাংক পিএলসিতে চাকরি, নিয়োগ নেবে ৫০ জন টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী হিজবুল্লাহ ‘সব চ্যালেঞ্জের জন্য প্রস্তুত’, নতুন প্রধানকে হুঁশিয়ারি দিল ইসরাইল নেতানিয়াহুর জন্য হুমকি এরদোয়ানের রমজানে ঢাকার ১০০ পয়েন্টে ন্যায্যমূল্যে বিক্রি হবে ডিম-মুরগি ও কৃষিজাতপণ্য

শীতে কতটুকু পানি পান করা প্রয়োজন?

ছবিঃ সংগৃহীত

পানির অপর নাম জীবন। শরীরের অপিহার্য উপাদান এ পানি, যা আমাদের খাবার হজমসহ বিপাকের কাজে সাহায্য করে। তাই তো প্রয়োজন অনুযায়ী পানি পান করতে পারলে হতে পারে নানা রোগ। শীতে স্বাভাবিকের তুলনায় কম পানি পান করা হয়। তবে অনেকেই জানে না সারাদিনে একজন স্বাভাবিক মানুষের কী পরিমাণ পানি পান করা উচিত?

তবে চলুন জেনে নেওয়া যাক, একজন স্বাভাবিক মানুষের কতটুকু পানি পান করা উচিত। বিবিসির এক প্রতিবেদনে পানি পানের বিস্তারিত বিষয়গুলো আলোচনা করা হয়েছে ।

পানির চাহিদা পূরণের জন্য ৮*৮ পদ্ধতি বেশ জনপ্রিয়। এর মানে প্রতিদিন ৮ বার ২৪০ মিলিলিটার পানি পান করতে হবে। এতে সারাদিনে পানি পানের পরিমাণ দাড়াবে ২ লিটার। তবে এ পদ্ধতিকে বিজ্ঞান সমথর্ন করে না। এখন প্রশ্ন একজন স্বাভাবিক মানুষের ঠিক কতটা পানি প্রয়োজন?

সাম্প্রতিক গবেষণা বলছে, প্রতিদিন ৮ গ্লাস বা প্রায় ২ লিটার পানি পান করলে শরীর প্রয়োজনের চেয়ে বেশি আর্দ্র থাকে। যার পরিবর্তে প্রতিদিন দেড় লিটার থেকে এক লিটার আটশ মিলিলিটার পানি পান করা উচিত। গ্লাসের পরিমাণ ছয় গ্লাস থেকে সাত গ্লাস কিংবা তার সামান্য কিছু বেশি।

এ গবেষণার তথ্য মতে, ৮*৮ পদ্ধতির পরিবর্তে, শরীরের তাপমাত্রা, স্বাস্থ্য পরিস্থিতি, পরিবেশ ও আবহাওয়া বিবেচনায় কতটুকু পানি পান করা উচিত সেটা বের করে নেওয়া। এবং সে পরিমাণ পানি পান করা। এই পানি গ্রহণের পরিমাণ একেকজনের ক্ষেত্রে একেকরকম হতে পারে। পরিবেশ ও পেশা ভেদেও বিভিন্ন হতে পারে।

তবে, পুষ্টিবিদ মার্গারেট ম্যাকউইলিয়ামস এবং ফ্রেডেরিক স্টেয়ারের মতে, প্রাপ্তবয়স্করা দিনে ছয় থেকে আট গ্লাস পানি পান করে। সে সঙ্গে ফল এবং সবজিতে থাকা পানি, ক্যাফিনযুক্ত এবং কোমল পানীয় অন্তর্ভুক্ত থাকতে পারে।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

ভারতে এইচ এম পিভি ভাইরাস শনাক্ত ,আক্রান্ত ২

শীতে কতটুকু পানি পান করা প্রয়োজন?

আপডেট সময় : ১১:০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

পানির অপর নাম জীবন। শরীরের অপিহার্য উপাদান এ পানি, যা আমাদের খাবার হজমসহ বিপাকের কাজে সাহায্য করে। তাই তো প্রয়োজন অনুযায়ী পানি পান করতে পারলে হতে পারে নানা রোগ। শীতে স্বাভাবিকের তুলনায় কম পানি পান করা হয়। তবে অনেকেই জানে না সারাদিনে একজন স্বাভাবিক মানুষের কী পরিমাণ পানি পান করা উচিত?

তবে চলুন জেনে নেওয়া যাক, একজন স্বাভাবিক মানুষের কতটুকু পানি পান করা উচিত। বিবিসির এক প্রতিবেদনে পানি পানের বিস্তারিত বিষয়গুলো আলোচনা করা হয়েছে ।

পানির চাহিদা পূরণের জন্য ৮*৮ পদ্ধতি বেশ জনপ্রিয়। এর মানে প্রতিদিন ৮ বার ২৪০ মিলিলিটার পানি পান করতে হবে। এতে সারাদিনে পানি পানের পরিমাণ দাড়াবে ২ লিটার। তবে এ পদ্ধতিকে বিজ্ঞান সমথর্ন করে না। এখন প্রশ্ন একজন স্বাভাবিক মানুষের ঠিক কতটা পানি প্রয়োজন?

সাম্প্রতিক গবেষণা বলছে, প্রতিদিন ৮ গ্লাস বা প্রায় ২ লিটার পানি পান করলে শরীর প্রয়োজনের চেয়ে বেশি আর্দ্র থাকে। যার পরিবর্তে প্রতিদিন দেড় লিটার থেকে এক লিটার আটশ মিলিলিটার পানি পান করা উচিত। গ্লাসের পরিমাণ ছয় গ্লাস থেকে সাত গ্লাস কিংবা তার সামান্য কিছু বেশি।

এ গবেষণার তথ্য মতে, ৮*৮ পদ্ধতির পরিবর্তে, শরীরের তাপমাত্রা, স্বাস্থ্য পরিস্থিতি, পরিবেশ ও আবহাওয়া বিবেচনায় কতটুকু পানি পান করা উচিত সেটা বের করে নেওয়া। এবং সে পরিমাণ পানি পান করা। এই পানি গ্রহণের পরিমাণ একেকজনের ক্ষেত্রে একেকরকম হতে পারে। পরিবেশ ও পেশা ভেদেও বিভিন্ন হতে পারে।

তবে, পুষ্টিবিদ মার্গারেট ম্যাকউইলিয়ামস এবং ফ্রেডেরিক স্টেয়ারের মতে, প্রাপ্তবয়স্করা দিনে ছয় থেকে আট গ্লাস পানি পান করে। সে সঙ্গে ফল এবং সবজিতে থাকা পানি, ক্যাফিনযুক্ত এবং কোমল পানীয় অন্তর্ভুক্ত থাকতে পারে।

কেকে